- খেলা
- দ্বিতীয়বার বাবা হলেন মাহমুদুল্লাহ, অপেক্ষায় সাকিব
দ্বিতীয়বার বাবা হলেন মাহমুদুল্লাহ, অপেক্ষায় সাকিব

ছবি: সংগৃহিত
সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এখন পাকিস্তান সফরে থাকার কথা ছিল। শেষ দফায় পাকিস্তানে একটি ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচ খেলার কথা ছিল। টেস্ট থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ ওই একমাত্র ওয়ানডে থেকে ছুটি নিতে চেয়েছিলেন। কারণ সিরিজের সময় দ্বিতীয়বার বাবা হওয়ার কথা ছিল তার। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সিরিজটি স্থগিত। মাহমুদুল্লাহকেও তাই ছুটি নিতে হয়নি। সোমবার রাতে দ্বিতীয়বার ছেলের বাবা হয়েছেন তিনি। থাকতে পেরেছেন স্ত্রীর পাশে।
মাহমুদুল্লাহ নিজের ফেসবুক পেজে সুখবর জানিয়ে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গত রাতে আমরা আমাদের দ্বিতীয় বাচ্চা ছেলের সাথে। অনুগ্রহ করে তাকে আপনার প্রার্থনায় রাখুন। হে আল্লাহ আমি তোমাকে তাদের পথে বানাই এবং তাদের মন্দ থেকে তোমাকে রক্ষা করি।

ওদিকে সাকিব আল হাসানও আবার বাবা হওয়ার স্বাদ নিতে যাচ্ছেন। তাদের পরিবারে আসছে নতুন অতিথী। জন্মের সময় বাংলাদেশের ‘রাজকন্যা’ খ্যাতি পাওয়া আলাইনা হতে যাচ্ছেন বড় বোন। আর সাকিব দ্বিতীয়বার কন্যার বাবা। মঙ্গলবার দুপুরে সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছেন। তাতে পাঁচ বছরের আলাইনা হাসান একটা নবজাতকের পোশাক ধরে আছে। পোশাকে লেখা, ‘বাড়িতে স্বাগতম (ওয়েলকাম হোম)।’ আর ছবিতে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘বড় বোন।’

সাকিব গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রে যান। কিন্তু সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি পরিবারের সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ নিজের এবং পরিবারের নিরাপদ এবং নিরাপত্তার কথা চিন্তা করে নিজে থেকে আইসোলেশনে যান সাকিব। যুক্তরাষ্ট্রে নিজ বাসা থেকে পাঁচ মিনিট পথ হাঁটার দূরত্বে এক হোটেলে ‘কক্ষবন্দি’ ছিলেন তিনি। সোমবারই ফিরেছেন পরিবারের কাছে। আর মঙ্গলবার দিয়েছেন শুভ খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের পোস্ট করা নতুন ছবি ও ক্যাপশন বেশ সাড়া ফেলেছে। ভক্তদের জাগিয়েছে কৌতূহল। সেই কৌতূহল মিটিয়েছেন সাকিবের পারিবারিক সূত্র। জানিয়েছেন, নতুন অতিথি আসার কথা চলতি মাসের শেষে। আলাইনা ছোট বোন পেতে যাচ্ছে, সাকিব আবারও হতে যাচ্ছেন কন্যার বাবা। তবে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সাকিবের আত্মীয়স্বজন চিন্তিত।
মন্তব্য করুন