গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। লা লিগাও ভালো করতে পারেনি। গেল মৌসুমের মাঝে তাই জিদানকে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনে রিয়াল মাদ্রিদ। জিদানের সামনে এবার অবশ্য লিগ জয়ের ভালো সুযোগ ছিল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিছিয়ে থাকলেও সুুযোগ এখনও শেষ হয়ে যায়নি। তবে করোনার ছোবলে স্থবির হয়ে আছে সব।

এই স্থবিরতার মধ্যে ফুটবল নিয়ে ভাবতে চান না অনেকে। জিদানের অন্যতম সেরা অস্ত্র এবং রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো যেমন মনে করেন, এখন লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে ভাববার সময় না। সবার আগে করোনার  বিপক্ষে যে যুদ্ধ সেটাতে জিততে হবে। তবেই না লিগ, ইউরোপ সেরার লড়াইটা শুরু হবে।

কাসেমিরো সেভ দ্য চিল্ড্রেনের এক উদ্যোগে অংশ নিয়ে বলেন, ‘অবশ্যই আমরা চলতি মৌসুমের লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। কিন্তু এখন আমরা ওসব নিয়ে একদমই ভাবছি না। আমরা এখন চাই করোনার বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটাতে জিততে। বিশ্ব এখন জটিল এবং কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হলো ঘরে থাকা এবং নির্দেশনা মেনে চলা।’

করোনার প্রাদুর্ভাবে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ বন্ধ আছে। ইতালির লিগ বন্ধ করা হয় সবার আগে। এরপর একে একে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ানসহ ইউরোপের অন্যান্য লিগ স্থগিত হয়েছে। এর মধ্যে ইতালি, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্সে করোনা এখনও মারাত্মক আকার ধারণ করে আছে। তবে আশার বার্তা দিয়েছে জার্মান বুন্দেসলিগা। সেখানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কম। জার্মান ক্লাবগুলো তাই দর্শক শূন্যে স্টেডিয়ামে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে।