করোনাভাইরাসের কারণে সব খেলাই বন্ধ। কিন্তু নিজেদের দেশের ফুটবল লিগটা চালু রেখেছে বেলারুশ। খেলা চললেও করোনার ভয়ে দর্শকরা মাঠে আসছেন না। 

এমতাবস্থায় অদ্ভুত এক দৃশ্য দেখা গেছে দেশটির লিগ ম্যাচে। এটা করেছে বেলারুশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন দিনামো ব্রেস্ত। নকল দর্শক দিয়ে গ্যালারি ভরেছে ক্লাবটি। 

ইউরোপের একমাত্র দেশ বেলারুশ, যারা কিনা করোনাভাইরাসের মধ্যেও লিগ চালু রেখেছে। কিন্তু দেশটির ১৬টি ক্লাবের ১০টির সমর্থকরা ঘোষণা দিয়েছেন তারা মাঠে আসবেন না। এমন অবস্থায় খেলোয়াড়দের চাঙ্গা করতে বুধবার বেলারুশিয়ান কাপের শাখতিয়ারের বিপক্ষে সেমিফাইনালে পুতুল 'দর্শক' এনেছে ব্রেস্ত। 

গ্যালারির একাংশে হাজির ৪০ জনের মতো দর্শক। তাদের পরনে বিচিত্র সব জার্সি। কিন্তু কেউ হাততালি দিচ্ছেন না, প্রিয় দলের নাম নিয়ে স্লোগানও করছেন না। করবেনই বা কী করে, তারা তো সত্যিকারের সমর্থক না। কার্ডবোর্ডে তৈরি কিংবা ম্যানেকনি দর্শকের পক্ষে তো হাততালি দেওয়া আর দলকে উৎসাহ দেওয়া সম্ভব নয়। 

সবচেয়ে মজার বিষয় হলো, এসব পুতুল দর্শককে অনলাইনে টিকিট কেটে খেলা দেখতে হয়েছে!