- খেলা
- করোনা না এলে রিয়ালে যেতেন এমবাপ্পে
করোনা না এলে রিয়ালে যেতেন এমবাপ্পে

তিন বছর আগে মোনাকোতে থাকা অবস্থায় তার রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা চলছিল। কথাবার্তাও অনেক দূর গড়িয়েছিল। শেষ পর্যন্ত রিয়ালে যাওয়া হয়নি কিলিয়ান এমবাপ্পের। উল্টো ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে গিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপজয়ী ফরাসি এ তারকা।
শুধু স্বদেশি বলেই নয়, তরুণ এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ রিয়ালের কোচ জিনেদিন জিদান। তিনি খুব করে চাইছেন এমবাপ্পেকে। সেজন্য গ্যারেথ বেলকে বিক্রি করার চিন্তাও এসেছিল রিয়াল কর্তাদের মাথায়। সামনের মৌসুমে তাকে দলে নিতে অনেকটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু করোনাভাইরাসের কারণে আটকে গেল এমবাপ্পের রিয়াল যাওয়া। এমনটাই জানিয়েছেন পিএসজির সাবেক ফরাসি মিডফিল্ডার জেরম রথেন।
রেডিও মন্টে কার্লোর সঙ্গে এমবাপ্পের রিয়ালে যাওয়া নিয়ে রথেন বলেন, 'ক্লাবের কয়েকটি সূত্র থেকে আমি জেনেছি যে, এমবাপ্পের রিয়ালে যাওয়া অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুধু চুক্তিটাই বাকি ছিল। কিন্তু এখন করোনাভাইরাসের কারণে সবকিছুই বন্ধ। করোনার কারণেই এমবাপ্পের রিয়ালে যাওয়া হয়নি। কোনো ক্ষেত্রেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এমবাপ্পে।'
পিএসজির জার্সিতে ইতোমধ্যে ১২০ ম্যাচে ৯০ গোল করার সঙ্গে ৪৯টিতে অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। আপন আলোয় উজ্জ্বল থাকলেও ফরাসি ক্লাবটির কোচ থমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না এ ফরোয়ার্ডের। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে পিএসজি সফলতা না পাওয়ায় ক্লাব ছাড়তে উন্মুখ হয়ে আছেন এমবাপ্পে। পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হবে ২০২২ সালে।
শুধু এমবাপ্পে নয়, নেইমার ও এডিনসন কাভানিসহ পিএসজির আরও অনেক তারকা ক্লাব ছাড়তে চাচ্ছেন। আবারও পুরোনো ক্লাব বার্সেলোনায় নেইমারের যাওয়ার গুঞ্জন চলছে। চুক্তির মেয়াদ না বাড়িয়ে উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানিও চাচ্ছেন মৌসুম শেষে নতুন কোনো ঠিকানায় যেতে।
করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত লিগ ওয়ানের শিরোপার পথেই ছিল পিএসজি। ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের (৫৬) চেয়ে এগিয়ে ১২ পয়েন্টে।
মন্তব্য করুন