প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। বন্ধ আছে সব ধরণের ক্রীড়া আয়োজন। জার্মান বুন্দেসলিগা অবশ্য লিগ শুরুর একটা ইঙ্গিত দিয়েছে। দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায় তারা। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় শ্রীলংকাও দিচ্ছে ক্রিকেট শুরুর আভাস। আইপিএল আয়োজন করতে চায় তারা।

করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্বাভাবিক অবস্থায় না ফিরলে ১৩তম আইপিএলের আসর বাতিলও হতে পারে। যদিও বছরের শেষ দিকে আইপিএলের একটি ইঙ্গিত দিয়েছে ভারত। তবে আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল আয়োজনের প্রস্তাবও দিয়েছে এসএলসি।

কারণ হিসেবে তারা জানিয়েছে, শ্রীলংকায় করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আগামী দুই সপ্তাহে পরিস্থিতি আরওউন্নতি হলে স্বাভাবিক অবস্থায় ফিরবে শ্রীলংকা। তাই আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এসএলসির সভাপতি শাম্মি সিলভা এমনই জানিয়েছেন।

লংকার সংবাদ মাধ্যমকে সিলভা বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই ভালো। বিসিসিআই চাইলে আমরা আইপিএল আয়োজন নিয়ে কথা বলতে পারি। অতীতেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছে। তারা চাইলে এবারও দেশের বাইরে করতে পারে। এ ব্যাপারে আমরা আগ্রহী। বিসিসিআই ইতিবাচক সাড়া দিলে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলাপ করে  ব্যবস্থা নিতে পারি।'

শ্রীলংকা শুরু থেকে কার্যকরী ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পেরেছে। দেশটির পরিস্থিতি অনেকটাই ভালো। যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।  সেখানে এ পর্যন্ত শ্রীলংকায় ২৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মারা গেছেন সাত জন।