- খেলা
- জনির চিকিৎসায় আরও ৪ লাখ টাকা দিল ফিফা
জনির চিকিৎসায় আরও ৪ লাখ টাকা দিল ফিফা

গত বছরের ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মাসুক মিয়া জনির; কিন্তু ম্যাচের আগে মারাত্মক ইনজুরিতে পড়েন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলেও। সেই চোটের কারণে এখনও ফুটবল মাঠে ফিরতে পারেননি জনি।
তার চিকিৎসায় এগিয়ে আসে ক্লাব বসুন্ধরা কিংস ও বাফুফে। যেহেতু ম্যাচটি ফিফার অধিভুক্ত ছিল, তাই ইনজুরিতে পড়া জনিকে ক্ষতিপূরণ হিসেবে প্রথমে বাংলাদেশি টাকায় চার লাখ দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দ্বিতীয় ধাপেও এ মিডফিল্ডারকে প্রায় চার লাখ টাকা দিয়েছে ফিফা। এই অর্থ চলে যাবে জনির ক্লাব বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে। সব মিলিয়ে দুই ধাপে এখন প্রায় আট লাখ টাকা পেলেন জাতীয় দলের এ তারকা।
ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের অধীনে এই অর্থ পাচ্ছেন জনি। কোনো খেলোয়াড় যদি ফিফা আয়োজিত প্রতিযোগিতায় চোট পায়, তাহলে তাকে সাহায্য করার নিয়ম। সেই নিয়ম অনুযায়ী জনির চিকিৎসার খরচের জন্য ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্ষতিপূরণ হিসেবে দিনে সাত হাজার ৬৬৭ টাকা করে ধরা হয়েছে। প্রথম ধাপে ৫২ দিনের জন্য এসেছে তিন লাখ ৯৮ হাজার ৬৮৪ টাকা। দ্বিতীয় ধাপেও এসেছে একই পরিমাণ অর্থ। তৃতীয় ধাপে আরও অর্থ পাবেন জনি। সে অর্থের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে।
এর আগে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সময় চোট পেয়েছিলেন আতিকুর রহমান ফাহাদ। তাকেও প্রায় এক লাখ টাকা দিয়েছিল ফিফা।
মন্তব্য করুন