ইংল্যান্ড বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কারের অন্যতম দাবিদার হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশ্বকাপে আট ইনিংসে দুই সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেন বা-হাঁতি স্পিন অলরাউন্ডার। দল নকআউট পর্বে যেতে না পারলেও সাকিব বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া ১১ উইকেট তুলে নেন তিনি। বিশ্বকাপে ছয়শ’র ওপরে রান ও ১১ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন সাকিব।

বিশ্বকাপে ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট  পর্বে যাওয়ার স্বপ্নও দেখছিল। ২০১৯ বিশ্বকাপে যে ব্যাট দিয়ে সাকিব অবিশ্বাস্য, অসাধারণ ব্যাটিং দেখান ওই ব্যাটটি করোনা মোকাবিলায় অসহায় মানুষের সহায়তার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব জানিয়েছেন, ব্যাট তা তার খুবই প্রিয়। পুরো বিশ্বকাপে ওই একটা ব্যাট দিয়েই খেলেছেন তিনি। এমনকি বিশ্বকাপের আগে ও পরে খেলেছেন ওই ব্যাট দিয়ে। ওই 'এসজি' ব্যাটটিই নিলামে তুলে প্রাপ্য অর্থ দরিদ্র মানুষদের সাহায্যে দেবেন। রাতে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন সাকিব।

সাকিব বলেন, 'আগেও বলেছিলাম আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটটা আমার অনেক প্রিয়। গত বিশ্বকাপে ব্যাটে-বলে আমার পারফরম্যান্স বেশ ভালো ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল। একটি ব্যাট দিয়েই পুরো বিশ্বকাপে ব্যাটিং করেছি। টেপ লাগিয়েও খেলেছি। এই ব্যাট দিয়ে শুধু বিশ্বকাপে নয় বিশ্বকাপের আগে-পরে এই ব্যাটে দেড় হাজারেরও বেশি রান করেছি। আমার খুব প্রিয় ব্যাটটা করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে যদি তহবিল গঠনে অবদান রাখতে পারে, এমন ভাবনা থেকে ব্যাটটি নিলামে তুলছি।'

সাকিব তার ভক্ত ও ক্রীড়াপ্রেমীদের নিলামে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছেন, 'আগামীকাল (২২শে এপ্রিল) "অকশন ফর অ্যাকশন" ফেসবুক পেজ থেকে নিলাম অনুষ্ঠিত হবে হবে। নিলামে তোলা ব্যাটের আয়কৃত অর্থের পুরোটা চলে যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে। ফাউন্ডেশনের পেজেও এর বিস্তারিত দেওয়া থাকবে।' জানা গেছে, নিলামে সাকিব আল হাসানের ওই ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা।