জাতীয় দল থেকে জায়গা হারালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে যাচ্ছিলেন যুবরাজ সিং। যদিও ওঠা নামা করছিল তার পারফরম্যান্স। দু’বছর আগে তাই আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সময়ই অবসরের মনস্থির করে ফেলেন বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার যুবি।

অবসরের ভাবনা মাথায় আসার অবশ্য একটা মজার কারণ আছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যাশপ্রীত বুমরার সঙ্গে লাইভে আলাপ করার সময় সেই রহস্য ফাঁস করলেন ক্যান্সার জয় করে ক্রিকেটে ফিরে আসা মারকুটে এই সাবেক ব্যাটসম্যান। 

তিনি বলেন, ‘মনে হচ্ছিল, ক্যারিয়ারের শেষের দিকে তোমার (বুমরাহ) সঙ্গে খেলার পরই অবসর যাওয়া উচিত ছিল। যদিও ২০১৮ সালে প্রথম অবসরের চিন্তা মাথায় এসেছিল। আমি তখন আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলছি। অ্যান্ড্রু টাই তখন আমাকে যুবি-দাদা বলে ডাকা শুরু করেছিল।’ অজি পেসারের মুখে ‘দাদা’ ডাক শুনেই যুবির মনে হয়েছিল তার বয়স হয়েছে। এরপরই ক্রিকেট ছাড়ার কথা মাথায় আসে ভারতের টি-২০ বিশ্বকাপ ও পঞ্চাশ ওভারী বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ।

ভারতের পেস বেলিংয়ের অন্যতম ভরসা বুমরার সঙ্গে আলাপের সময় তার প্রতিভা নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলির অধীনে অভিষেক হওয়া যুবরাজ সিং। তিনি ভবিষ্যত বাণী করেছিলেন, একদিন বিশ্বসেরা পেসার হবেন বুমরাহ। যুবি সেটা বুমরাহকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘তিন বছর আগে আমি বলেছিলাম, তুমি একদিন বিশ্বসেরা হবে।’ বুমরাহও তার ক্রিকেটের উত্থান-পতনের গল্প যুবরাজকে শোনান। চোটে পড়া, এরপর ফিরে আসার স্মৃতি তুলে ধরেন।