ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

একশ’র পরই ৫ উইকেট হারাল অজিরা

একশ’র পরই ৫ উইকেট হারাল অজিরা

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:৫১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:৫৮

গেল আসরের ফাইনাল খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ কিংবা নতুন আশা দিয়ে বিশ্ব মঞ্চে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ সেভাবে ভারতীয় দর্শকদের আকর্ষণ করতে পারেনি। উচ্ছ্বাস জমে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচ নিয়ে। 

রোববার চেন্নাই স্টেডিয়ামে উত্তাপের ওই ম্যাচে একশ’ রানের পর টপ অর্ডার ও মিডলে অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গেছে ‘হেক্সা মিশন’ নিয়ে বিশ্বকাপে আসা অজিরা। 

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে তারা। ক্রিজে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন। বাঁ-হাতি স্পিনার জাদেজা একাই পাঁচ উইকেট নিয়েছেন। 

এর আগে ওপেনার মিশেল মার্শ শূন্য করে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান। ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৯ রানের জুটি গড়েন স্টিভ স্মিথের সঙ্গে। বাঁ-হাতি ওপেনার ওয়ার্নার খেলেন ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। পরে স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬ রান করে আউট হন। এরপর লাবুশানেকে ২৭ ও অ্যালেক্স কেরিকে শূন্য রানে তুলে নেন জাদেজা। 

অসুস্থতার কারণে এই ম্যাচে ভারতের ওপেনার শুভমন গিল খেলতে পারছেন না। তার জায়গায় সুযোগ  পেয়েছেন তরুণ ওপেনার ইশান কিষাণ।

whatsapp follow image

আরও পড়ুন

×