ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

একশ’র পরই ৫ উইকেট হারাল অজিরা

একশ’র পরই ৫ উইকেট হারাল অজিরা

ছবি: এএফপি

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:৫১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:৫৮

গেল আসরের ফাইনাল খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ কিংবা নতুন আশা দিয়ে বিশ্ব মঞ্চে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ সেভাবে ভারতীয় দর্শকদের আকর্ষণ করতে পারেনি। উচ্ছ্বাস জমে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচ নিয়ে। 

রোববার চেন্নাই স্টেডিয়ামে উত্তাপের ওই ম্যাচে একশ’ রানের পর টপ অর্ডার ও মিডলে অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গেছে ‘হেক্সা মিশন’ নিয়ে বিশ্বকাপে আসা অজিরা। 

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে তারা। ক্রিজে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন। বাঁ-হাতি স্পিনার জাদেজা একাই পাঁচ উইকেট নিয়েছেন। 

এর আগে ওপেনার মিশেল মার্শ শূন্য করে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান। ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৯ রানের জুটি গড়েন স্টিভ স্মিথের সঙ্গে। বাঁ-হাতি ওপেনার ওয়ার্নার খেলেন ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। পরে স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬ রান করে আউট হন। এরপর লাবুশানেকে ২৭ ও অ্যালেক্স কেরিকে শূন্য রানে তুলে নেন জাদেজা। 

অসুস্থতার কারণে এই ম্যাচে ভারতের ওপেনার শুভমন গিল খেলতে পারছেন না। তার জায়গায় সুযোগ  পেয়েছেন তরুণ ওপেনার ইশান কিষাণ।

আরও পড়ুন