২ রানে ৩ উইকেট হারাল ভারত

ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:১৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:২৪
স্পিনের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট করেছে ভারত। জবাব দিতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গেছে স্বাগতিকরা।
ভারত ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও কেএল রাহুল।
এর আগে ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান শূন্য করে ফিরে গেছেন। ২ রানে ২ উইকেট হারায় ভারত। পরে চারে নামা শ্রেয়াস আয়ারও শূন্য করে সাজঘরের পথ ধরেন।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৪১ রান করেন। স্মিথ খেলেন ৭১ বলে ৪৬ রানের ইনিংস। পরে চারে নামা মার্নাস লাবুশানে ২৭ রান করেন। শেষে প্যাট কামিন্স ১৫ ও মিশেল স্টার্ক ২৮ রানের ইনিংস খেললে দুইশ’ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে বাঁ-হাতি স্পিনার রবিন্দ্র জাদেজা তিনটি এবং স্পিনার কুলদীপ যাদব ও পেসার জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট দখল নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ ও রবিশচন্দন অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন।
- বিষয় :
- ভারত বিশ্বকাপ-২০২৩
- ভারত-অস্ট্রেলিয়া