বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরবেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:৪১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:৪৪
বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন কেন উইলিয়ামসন। যেভাবে তিনি ব্যাটিং করেছেন তাতে বিশ্বকাপের শুরু থেকেই খেলার ঝুঁকি নিতেই পারতেন। তবে ছয় মাসের ইনজুরি ধাক্কা কাটিয়ে ফিরতে আরেকটু সময় নিচ্ছেন তিনি।
সেজন্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি উইলিয়ামসন। খেলবেন না নেদারল্যান্ডসের বিপক্ষে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও। তবে চেন্নাইয়ে বাংলাদেশ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন এই কিউই অধিনায়ক।
তেমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলেল ফিজিও। নেদারল্যান্ডস ম্যাচে না খেলে বরং আরেকটু ফিট হয়ে উইলিয়ামসন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ফিরতে চান বলে জানিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উইলিয়ামসন খুব ভালো উন্নতি করেছে। ফিল্ডিংটা এখনও তার জন্য একটু চিন্তার বিষয়। তিনি এটাকে আরেকটু উপরের পর্যায়ে নিতে চান। নিজের শরীরের ওপর আরেকটু বিশ্বাস অর্জন করতে চান।’