২ রানে ৩ উইকেট হারাল ভারত, এক হালি রেকর্ড
-samakal-6522b9f3f2c37.jpg)
হ্যাজলউডের উইকেট উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৪:১৭ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৪:১৭
ঘরের মাঠে দলকে দাপুটে জয়ের সুযোগ করে দিয়েছিল ভারতের স্পিনাররা। তাদের ঘূর্ণিতে তাল হারিয়ে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।
এই বিপর্যয়ে বাজে কিছু রেকর্ড উঠেছে ভারতের নাম। যেমন- ১৯৮৩ বিশ্বকাপের পরে এই প্রথম ভারতের দুই ওপেনার ডাক মেরে সাজঘরে ফিরলেন। এবারই প্রথম ভারতের টপ ফোরের তিন ব্যাটার ডাক মেরে আউট হয়েছেন।
এছাড়া সবচেয়ে কম রানে ৩ উইকেট হারানোর বাজে রেকর্ড গড়েছে ভারত। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ৪ রানে ৩ উইকেট পড়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ভারত। এবার সেসব রেকর্ড পেছনে পড়ে গেল।
অস্ট্রেলিয়াও যৌথভাবে সবচেয়ে কম রান দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে। এর আগে ২০০৩ সালে কেনিয়ার বিপক্ষে ৩ রানে ৩ উইকেট নিয়েছিল অজিরা। ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ রানে ৩ উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়া।
ব্যাট করতে নামা ভারত শিবিরে বল হাতে প্রথম ধাক্কাটি দেন মিশেল স্টার্ক। ইশান কিশানকে আউট করেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম বোলার হিসেবে উইকেটের ফিফটি করেছেন স্টার্ক। ৭১ উইকেট নিয়ে সবার ওপরে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপরে আছেন মুরালিধরন (৬৮), মালিঙ্গা (৫৬) ও ওয়াসিম আকরাম (৫৫)।