করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যাওয়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মান বুন্দেসলিগা সবার আগে ফিরছে এই আভাসা আগেই পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের লিগ ওয়ান বাতিল হয়েছে। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ মে মাঠে ফিরছে জার্মানির শীর্ষ পর্যায়ের দুই ফুটবল লিগ।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএল) এমনটাই জানিয়েছে। তারা আগামী ৩০ জুনের মধ্যে লিগ শেষ করতে চাই বলেও উল্লেখ করেছে। বুধবার জার্মান সরকার একটি সাধারণ সভা করে এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।

জার্মানির শীর্ষ পর্যায়ের দুই ফুটবল লিগের ৩২ দল ‌‌১৬ মে  লিগ শুরু করে ৩০ জুনের মধ্যে শেষ করার ব্যাপারে সম্মত হয়েছে। লিগে সর্বোচ্চ ২৬টা করে ম্যাচ খেলার পর গত ১৩ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় জার্মান বুন্দেসলিগা।

এছাড়া জার্মান লিগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সব ম্যাচ ফাঁকা গ্যালারিতে আয়োজন করা হবে। যেটা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অর্থাৎ লিগ শেষে চ্যাম্পিয়নস লিগ শুরু হলেও জার্মান ক্লাবগুলো ঘরের মাঠের ম্যাচ দর্শক শূন্য স্টেডিয়ামে খেলবে। 

আগামী ১৬ মে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড এফসি শালকের মুখোমুখি হতে পারে। পরদিন বায়ার্ন মিউনিখ মুখোমুখি হতে পারে ইউনিয়ন বার্লিনের  সঙ্গে। এছাড়া বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে জার্মান ক্লাসিকো ম্যাচ মাঠে গড়াতে পারে ২৬ বা ২৭ মে।