ইংল্যান্ড বিশ্বকাপের পরে দেশের জার্সিতে আর খেলতে দেখা যায়নি মাহেন্দ্র সিং ধোনির। খেলেননি কোন প্রতিযোগিতামূলক ম্যাচও। মাঠে ফেরার জন্য অবশ্য অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। লক্ষ্য ছিল আইপিএল এবং আইপিএলের পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সব থমকে আছে। ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি তাই জানিয়েছেন, মাঠে নামার সময় চাপে থাকবেন তিনি। 'ক্যাপ্টেন কুল' নাম হলেও সাবেক অধিনায়ক চাপ মুক্ত থাকতে পারেন না। 

একটি সংস্থার প্রচারে ধোনি বলেন, 'আমি ব্যাটে নামলে প্রথম পাঁচ-দশটা বল খেলার সময় আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। চাপ অনুভব করতে শুরু করে দেই। ভয় পাই।'

চাপ সামলাতে অনন্য ধোনি তার প্রমাণ তার শেষ ওয়ানডে ম্যাচেও দেখিয়েছেন। বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত দ্রুত উইকেট হারানোর পর দলের হাল ধরেন ধোনি। রবিন্দ্র জাদেজার সঙ্গে দলকে টানতে শুরু করেন। দলকে জয়ের পথেও তুলে আনেন। কিন্তু চাপহীন ধোনি শেষ দিকে আউট হলে দল হেরে বিদায় নেয়। সেই ধোনিই মাঠে নামতে ভয় পান বলে জানিয়েছেন।