বাংলাদেশ প্রিমিয়ার লিগে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, রাইলি রুশোরা খেলেছেন। কিন্তু সাবেক ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক ডু প্লেসির মতো তারকার পদচারণা এখনও পড়েনি। তামিম চান, আগামীতে বিপিএলে আসুক ডু প্লেসি এবং তার দলে খেলুক।

বুধবার লাইভ আড্ডায় তামিম বিপিএলের আমন্ত্রণ জানালে ডু প্লেসি বলেন, বিপিএল খেলতে তিনি বেশ আগ্রহী। এরপর তামিম বলেন, আগামীতে তাকে বিপিএলে খেলতে আসতে হবে এবং তামিমের দলে খেলতে হবে। ডু প্লেসি বিপিএলে আসার আগ্রহ প্রকাশ করে বলেন, কোন দলে খেলবেন সেটা আলাপ করার সঠিক জায়গা এই লাইভ আড্ডা নয়।

তামিম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে প্রশ্ন করেন, বিপিএল দেখা হয় কি-না। ডু প্লেসিকে বলেন, 'তার দেশে বিপিএলের সম্প্রচার হয় না। তবে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যমগুলো থেকে বিপিএলের খোঁজ-খবর নেন তিনি।

তামিম তখন বিপিএল নিয়ে প্রোটিয়া এই তারকাকে ধারণা দেন, 'বিপিএল দারুণ টুর্নামেন্ট, মাঠের পরিবেশ থাকে অন্যরকম। তোমাকে কথা দিতে হবে, এবার তুমি বিপিএল খেলতে আসবে এবং আমার দলের হয়ে খেলবে। আশা করি তুমি উপভোগ করবে।' ডু প্লেসি তখন উত্তর দেন, আমি আগেও তোমাকে বলেছি বিপিএলে খেলতে আগ্রহী আমি।

এছাড়া লাইভ এই অনুষ্ঠানে ডু প্লেসির সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন তামিম। তাকে জানান, আইপিএলে চেন্নাইয়ের বড় ভক্ত তিনি। এছাড়া পূর্বের বাংলাদেশ দল এবং সর্বশেষ বিশ্বকাপের বাংলাদেশ দল সম্পর্কে ডু প্লেসির কী ধারণা প্রশ্ন করেন তামিম। অভিষেক টেস্টের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চান। দর্শক শূ্ন্য মাঠে ক্রিকেট খেলা নিয়ে কথা উঠতে ডু প্লেসি জানান, তার কোন সমস্যা নেই। তবে ভারত-বাংলাদেশের মতো দেশের জন্য সেটা কঠিন।