বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লাইভ আড্ডায় অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ নিয়ে আশার কথা জানালেন প্রোটিয়া ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি। তার মতে, অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের হার তুলনামূলক কম। অক্টোবরে তাই বিশেষ সতর্কতা অবলম্বণ করে আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা ভাবতে পারে।

বুধবার তামিমের সঙ্গে লাইভ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বলেন, 'আমি জানি না, বিশ্বকাপ সময় মতো হবে কি-না। প্রত্যেক দেশের ক্রিকেটারদের জন্য ভ্রমণ করা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ডিসেম্বর-জানুয়ারিতে ওটা আয়োজনের কথাও তাই উঠছে।

যদিও অস্ট্রেলিয়ায় তেমন আক্রান্ত না। কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকা, ভারত, বাংলাদেশ থেকে লোক যাবে। এসব দেশে করোনা বেশ জেকে বসেছে। অস্ট্রেলিয়ার জন্য এটা স্বাস্থ্য ঝুঁকির কারণ। তবে টুর্নামেন্টের আগে দুই সপ্তাহ অস্ট্রেলিয়া গিয়ে আইসোলেশনে থেকে খেলা যেতে পারে।'

সেখানেও অবশ্য সমস্যা দেখছেন ফ্যাফ ডু প্লেসি। কারণ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখে তার দেশ। কবে সেটা উঠতে পারে জানেন না তিনি। আবার আগের দিনের মতো জাহাজে করে যাওয়াও তো সম্ভব না।

তামিমের সঙ্গে এই লাইভ আলাপে নানান বিষয় নিয়ে আলাপ করেন সাবেক প্রোটিয়া এই অধিনায়ক। তার মধ্যে উঠে আসে দক্ষিণ আফ্রিকার ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের কাছে গিয়ে অল্প রানে হেরে যাওয়ার সেই কথা। ডু প্লেসি বলেন, ‘ক্রিকেটে ওই ম্যাচের মতো হৃদয় ভাঙার ঘটনা আমার আর ঘটেনি তুমি (তামিম) দক্ষিণ আফ্রিকানদের চেন। তারা খুবই শক্ত মনের অধিকারী। তারপরও দলের অর্ধেক ক্রিকেটার কেঁদে ফেলেছিল।’