আর্থিকভাবে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের তাই এখনই ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বেতন কাটার বিষয় নিয়ে ভাবতে হচ্ছে না। তবে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গুলি জানিয়ে রাখলেন, চলতি মৌসুমের আইপিএল না হলে, বিষয়টি নিয়ে ভাবতে হবে তাদের।

কারণ আইপিএল না হলেই চার হাজার কোটি রুপির ক্ষতি হবে ভারতের ক্রিকেট বোর্ডের। তবে আইপিএল হলে এসব নিয়ে চিন্তায় পড়তে হবে না তাদের। তারা সবকিছু সামলে নিতে পারবেন বলে মত ভারতের সাবেক ওপেনারের।

সৌরভ গাঙ্গুলি মিড ডে’কে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের আর্থিক কাঠামো পর্যবেক্ষণ করে দেখতে হবে। আমাদের হাতে কেমন অর্থ আছে যাচাই করে দেখতে হবে। তারপরে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিতে হবে। আইপিএল আয়োজন করতে না পারলে আমাদের চার হাজার কোটি রুপির ক্ষতি হবে। যা বিশাল এক ক্ষতি। যদি আইপিএল হয় তবে আমাদের খুব একটা চিন্তা করতে হবে না। আমরা সামলে নিতে পারবো।’

ইউরোপে দর্শক শূন্য গ্যালারিতে ফুটবল আয়োজনের প্রস্তুতি চলছে। জার্মান বুন্দেসলিগা শুরু হতে যাচ্ছে। স্প্যানিশ লা লিগা, ইতালির সিরি আ’ একই চিন্তা করছে। আইপিএলও ফাঁকা গ্যালারিতে আয়োজন করা যায় কি-না এমন প্রশ্নে গাঙ্গুলি বলেন, ‘তাতে খেলার আকর্ষণটা কমে যাবে। ফাঁকা গ্যালারিতে খেলার অভিজ্ঞতা আমার আছে। ইডেনে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে টেস্টের পঞ্চম দিন খেলেছিলাম। উচ্ছ্বাস থাকে না।’

ক্রিকেটের সবচেয়ে ধোনি তিন ক্রিকেট বোর্ডের একটি অস্ট্রেলিয়া। কিন্তু তাদের আর্থিক ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। গাঙ্গুলি তাতে বিস্মিত নন। তার মতে, মানুষ কল্পনাই করতে পারবে না, খেলা চালাতে কত অর্থ লগ্নি হয়। ভারতের ক্রিকেট বোর্ডের এই কর্তা মনে করছেন, ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে ওই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে তারা। ভারত ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে সেখানে খেলর কথা ভাবছে। এমনকি পাঁচ টেস্টের সিরিজ খেলতে আগ্রহী কোহলিরা।