- খেলা
- আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা চ্যাম্পিয়ন ব্র্যাক
আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা চ্যাম্পিয়ন ব্র্যাক

ছবি: সংগৃহীত
দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ চেস এরিনা (বিসিএ) আয়োজিত এ প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৩৬ জন প্রতিযোগি অংশ নেয়। ১৩ মে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বুয়েট এবং তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে সেরা পুরুষ দাবাড়ু হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনত চৌধুরী ও সেরা মহিলা দাবাড়ু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামান্না তাসনিম।
টুর্নামেন্টের আর্থিক সহযোগিতায় ছিল বাংলাদেশ দাবা খেলোয়াড় সমিতি।
মন্তব্য করুন