- খেলা
- অন্য লিগ শুরু নির্ভর করছে জার্মানির উপর
অন্য লিগ শুরু নির্ভর করছে জার্মানির উপর

ছবি: মার্কা
জার্মানির সর্বোচ্চ পর্যায়ের দুই ফুটবল লিগ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ফ্রান্সের লিগ ওয়ান বাতিল করা হয়েছে। জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে। বাকি তিন লিগ আশা দেখালেও ঘোষণা করছে না শুরুর তারিখ। রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস মনে করছেন, অন্য লিগ তাকিয়ে আছে জার্মান লিগ শুরুর দিকে।
জার্মান সংবাদ মাধ্যমকে টনি ক্রুস বলেন, 'ভাবটা এমন যে, যদি জার্মানি তাদের লিগ শুরু করতে না পারে, তাহলে অন্য কোন লিগই শুরু হবে না। করোনায় জার্মানিতে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে কম। তাহলে তারা যদি লিগ শুরু করে শেষ করতে পারে, তার মানে কি অন্য লিগগুলোও পারবে? আমি নিশ্চিত, জার্মান লিগ শুরুর পর কি হয় সেটা দেখতে মুখিয়ে আছে সবাই।'
লিগ শুরু নিয়ে প্রথম রূপরেখা তৈরি করেছে জার্মানি। দলের সবার করোনা টেস্ট। শুরুতে আলাদা অনুশীলন। দলের কেউ করোনা আক্রান্ত হলে কী করণীয়। মাঠে ফুটবলারদের কাজ কী হবে। কয়জন বদলি ফুটবলার নামানো যাবে সব রূপরেখা দিয়েছে জার্মানি। এরপর ৯ মে তারা ফুটবল ফেরানোর সময় দিলেও পরে তা আরও এক সপ্তাহ পেছানো হয়।
জার্মানির দেখা-দেখি এরই মধ্যে অনুশীলন শুরু করেছে লা লিগা। টনি ক্রুসের দল রিয়াল মাদ্রিদ অনুশীলনে নেমেছে। যদিও তা স্বতন্ত্রভাবে। এ নিয়ে জার্মানির রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, 'নিজস্ব রুটিন অনুযায়ী, আমরা আগে থেকেই বাড়িতে অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। এটা ছিল লম্বা ছুটির মতো।
গ্রীষ্মে আমরা যেমন চার-পাঁচ সপ্তাহের ছুটি পায় এবং জানি যে, খেলা ফিরবেই। অনেকটা তেমনই।' সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৩ জুন শুরু হতে পারে স্প্যানিশ লা লিগা।
মন্তব্য করুন