- খেলা
- ‘ফুটবলাররা ফিট, তাদের করোনা কাহিল করবে না’
‘ফুটবলাররা ফিট, তাদের করোনা কাহিল করবে না’
ছবি: ফাইল
ভয়াবহ অবস্থা ব্রাজিলে। স্রোতের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। মারা গেছেন ২৮ হাজারের বেশি। এই পরিস্থিতির পরও মাঠে ফুটবল চান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
এরই মধ্যে বিভিন্ন দেশে শুরু হয়েছে ফুটবল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটি বুন্দেসলিগায় ক্লোজডোরে চলছে ম্যাচ। বাকিরাও জুনের মধ্যে মাঠে নামার চিন্তাভাবনা করছে। আর তাদের দেখাদেখি ব্রাজিলও বসে থাকতে চায় না। দেশটির প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো তো সেটাই ইঙ্গিত দিলেন।
তিনি বলছেন, ফুটবলাররা আর দশজনের মতো নয়, তাদের করোনা খুব একটা কাহিল করতে পারবে না, 'একজন ফুটবলার বাকিদের চেয়ে আলাদা, তাদের ফিটনেস থাকে দারুণ। আমি মনে করি করোনার ঝুঁকি খুব একটা নেই। আর তাদের সহজে হারাতেও পারবে না করোনা। তাছাড়া করোনায় ধরলেও আমার বিশ্বাস নাটকীয়ভাবে সেটা ধীরে ধীরে চলে যাবে।'
ফুটবলের দেশ ব্রাজিল। ফুটবল ছাড়া কীভাবে চলবে? ব্রাজিল প্রেসিডেন্ট বোধ হয় তেমনটাই বোঝাতে চাচ্ছেন। তিনি ঘুরেফিরেই বলছেন ফুটবলাররা করোনার সঙ্গে লড়াই করে জিতে যাবে। তাদের হারাতে পারবে না এই ভাইরাস, 'খেলোয়াড়দের নিয়ে চিন্তাটা একটু কম। কারণ তারা যে কোনোভাবে করোনকে জয় করে ফেলবে।' তবে ব্রাজিলের প্রথম সারির ক্লাবগুলোও খুব করে চাচ্ছে মাঠে নামতে। যদিও তারা সরকারের কাছ থেকে গ্রিন সিগনাল না পাওয়া পর্যন্ত নামতে পারছে না। এখন দেখার অপেক্ষা ব্রাজিলে কবে নাগাদ ফুটবল ফেরে।
মন্তব্য করুন