- খেলা
- ‘অ্যাথলেটিকোকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা দেওয়া হোক’
‘অ্যাথলেটিকোকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা দেওয়া হোক’

ছবি: ফাইল
করোনাভাইরাসের কারণে থমকে থাকা লা লিগার মৌসুম বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। ইতালির সিরি আ, ইংলিশ লিগও শুরুর সূচি পাওয়া গেছে। কিন্তু আগস্টের চ্যাম্পিয়নস লিগ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ফুটবলারদের ভিন্ন ভিন্ন দেশে এবং মাঠে ভ্রমণ করতে হবে। এক্ষেত্রে তাদের সুরক্ষার বিষয়টি বড় হয়ে উঠছে। চ্যাম্পিয়নস লিগ যদি আয়োজন করা সম্ভব না হয় তবে অ্যাথলেটিকো মাদ্রিদকে শিরোপা দিয়ে দেওয়ার কথা বললেন ক্লাবটির প্রেসিডেন্ট এনরিক সিজেরো।
তিনি বলেন, ‘যদি করোনার কারণে চ্যাম্পিয়নস লিগের বাকি অংশ আয়োজন করা সম্ভব না হয়। তাহলে চ্যাম্পিয়নদের যারা হারিয়েছে তারাই হবে চ্যাম্পিয়ন।’ চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরের শিরোপা উঠেছিল জার্গেন ক্লপের লিভারপুলের হাতে। কিন্তু চলতি মৌসুমের শেষ ষোলোর দুই লেগেই অ্যাথলেটিকোর বিপক্ষে হেরে বিদায় নিয়েছে লিভারপুল।
তিনি জানান, উয়েফা ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করছে। তারা একটা শহরে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা ভাবছে। সেক্ষেত্রে স্পেন এবং পর্তুগাল তাদের মাথায় আছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর কিছু ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল বাকি। সঙ্গে ক্লাবগুলোর লিগ ম্যাচ। উয়েফা কিভাবে এর সমাপ্তি টানে সেটা দেখার বিষয় বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন