আগামী ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এক হাজার চারশ’ ৭৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল এক হাজার চারশ’ ৮৫ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে সেটা কমিয়ে এক হাজার চারশ’ ৫৬ কোটিতে নামিয়ে আনা হয়।

প্রস্তাবিত বাজেটে দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের জন্য দুইশ’ ৩৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বাকি এক হাজার দুইশ’ ৪৫ কোটি টাকা খরচ হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা বাবদ।

তবে ক্রীড়া এবং যুবখাতে প্রস্তাবিত অর্থবছর এবং গত অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে বেশি বরাদ্দ ছিল। ২০১৮-১৯ অর্থবছরে ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার চারশ' ৯৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে ১ হাজার পাঁচশ' ১৯ কোটি টাকা করা হয়।