- খেলা
- ‘বিরাট একাই এগারো’
‘বিরাট একাই এগারো’

ছবি: ফাইল
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একাই এগারো জনের সমান। সেই পুরো ভারতীয় দলের প্রতিচ্ছবি। পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুসতাক এমনই মনে করেন।
সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডের স্পিন পরামর্শক ছিলেন দোসরার কারিগর সাকলায়েন মোসতাক। সে সময় ইংল্যান্ডের দুই স্পিনার মঈন আলি ও আদিল রশিদকে এই কথাই বলেছিলেন তিনি। ইনস্টাগ্রাম লাইভে পাকিস্তান অফস্পিনার সেই গল্পই জানান।
তিনি বলেন, ‘বিরাট কোহালি একজন নয় ও ১১ জনের সমান। বিরাটকে ফেরানো মানে পুরো ভারতীয় দলকে আউট করার মতো। ও একাই এগারো জনের সমান। এভাবেই দেখতে হবে ওকে। বোলার হিসেবে ওর বিপক্ষে মাথা পরিষ্কার থাকতে হবে। কোন ধরনের স্পিনের বিপক্ষেই ও সমস্যায় পড়ে না। তা সে বাঁ-হাতি স্পিনার, অফস্পিনার কিংবা লেগস্পিনার যাই হোক।’
বিরাটের বিপক্ষে বল করার ক্ষেত্রে শিষ্যদের কী পরামর্শ দিয়েছিলেন সাকলায়েন? সে প্রসঙ্গে বলেন, মঈনদের বলতাম, তোমাদের থেকে চাপ বিরাটের ওপর বেশি। পুরো বিশ্ব তাকিয়ে ওর দিকে। মঈন আলী ও আদিল রশিদ বল হাতে কোহালির বিপক্ষে সফলও। প্রত্যেকেই ছ’বার করে ফিরিয়েছেন ভারতীয় অধিনায়ককে।
মন্তব্য করুন