করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খান। শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস চট্টগ্রামের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নাফিস ইকবাল সংবাদকর্মীদের জানান, ১০ দিন আগে শরীরে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়।  জ্বর, শরীর ব্যথা ও মুখে স্বাদ ছিল না। কিছুদিন শারীরিক অবস্থা দুর্বলও ছিল। এ অবস্থা দুই-তিনদিন ছিল। এরপর নমুনা পরীক্ষা করান তিনি। পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। তবে এখন ভালো আছেন তিনি। বাসায় আইসোলেটেড আছেন। সবার দোয়া কামনা করেছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান।

১৪ বছর বয়সে জাতীয় লিগে মাঠে নেমেছিলেন নাফিস ইকবাল। ২০০৩ সালের ৭ নভেম্বর ঘরের পাশের ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষিক্ত হন নাফিস। ২০০৬ সালে বগুড়ায় সফরকারী শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামেন। জাতীয় দলের হয়ে ১১ টি টেস্ট ও ১৬ টি ওয়ানডে খেলেছেন তিনি।