এভারটনের ২৩ বছর বয়সী স্ট্রাইকার রিচার্লিসনের হাতে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ছিল। কিন্তু শীতকালীন দলবদলের ওই প্রস্তাবে সাড়া দেননি ব্রাজিলের তরুণ এই তারকা। তার মতে, মৌসুমের মাঝপথে ক্লাব ছাড়া ভালো দেখায় না। এছাড়া, নিয়মিত খেলার নিশ্চয়তার কথাও ভেবেছেন তিনি।

রিচার্লিসন বলেন, ‘চলতি মৌসুমে হাতে বেশ কিছু প্রস্তাব ছিল। তার মধ্যে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। কিন্তু এভারটন আমাকে ধরে রাখতে চেয়েছিল। আমিও মৌসুমের মাঝে ক্লাব ছাড়তে চাইনি। সতীর্থদের এভাবে ছেড়ে যাওয়া ভালো দেখায় না।’ তবে বার্সেলোনার প্রস্তাব তাকে বেশ প্রভাবিত করেছিল বলে জানান গত মৌসুমে এভারটনে যাওয়া এই তরুণ।

২০১৮-১৯ মৌসুমের শুরুতে এভারটনে গিয়ে দারুণ ‍ফুটবল উপহার দেন তিনি। করেন ১৩ গোল। ব্রাজিল দলেও ডাক পেয়ে যান। খেলেন সর্বশেষ কোপা আমেরিকায়ও। চলতি মৌসুমেও তার গোল ধারা অব্যাহত ছিল। করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে ১০ গোল করেন তিনি। বার্সেলোনা তাই তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু এভারটন তা ফিরিয়ে দিয়েছিল।

আইসক্রিম বিক্রেতা থেকে বিশ্বের দামী ফুটবলার হয়ে ওঠা রিচার্লিসনকে নিয়ে এভারটনের পক্ষ থেকে জানানো হয়, ‘সে এমন ফুটবলার যেকোন সময়ের সঙ্গে যে মানিয়ে নিতে পারে। বক্সের মধ্যে সে খুবই আগ্রাসী এবং সাহসী। আমাদের ভালো ফল পেতে তার মতো ফুটবলারের থেকে নিয়মিত ভালো পারফরম্যান্স দরকার।’