- খেলা
- মধ্য আগস্টে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প
মধ্য আগস্টে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প

ছবি: ফাইল
বিশ্বের অন্য দেশের মতো খেলাধুলা মাঠে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফেডারেশনগুলোর কাছ থেকে প্রস্তুতির গাইডলাইন চেয়েছে কয়েকদিন আগে। শারীরিক দূরত্ব বজায় রেখে খেলা যায় এমন খেলাগুলো প্রথম ধাপে মাঠে ফেরার সুযোগ পাবে। ক্রিকেটও তেমনই একটি খেলা। শারীরিক দূরত্ব বজায় রেখে ফিটনেস চর্চা বা স্কিল ট্রেনিং করা সম্ভব ক্রিকেটে।
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ খেলা, শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্পে অংশগ্রহণ তারই প্রমাণ। এসব দেখে কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের পরিকল্পনা মাথায় রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, সরকারের অনুমোদন দিলে আগস্টের মাঝামাঝি থেকে সীমিত পরিসরে কন্ডিশনিং ক্যাম্প হবে।
কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৮ জন ক্রিকেটারের তালিকা করে রেখেছেন জাতীয় দল নির্বাচকরা। ২৬ জনের এইচপি স্কোয়াডও করা হয়েছে। মিনহাজুলের মতে, 'সরকার অনুমোদন দিলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ফিটনেস ক্যাম্প শুরু হতে পারে। ৩৮ জনের মধ্যে এইচপির চার-পাঁচজন আছে, ওরা বাদ যাবে। কারণ এইচপির আলাদা স্কোয়াড করা হয়েছে। স্কোয়াড দুটি হলেও কন্ডিশনিং ক্যাম্প হবে একসঙ্গে। স্বাস্থ্যবিধি মেনে ফিটনেস ক্যাম্পটা হওয়া দারকার। কারণ ম্যাচ ফিটনেস না থাকলে কোনো সিদ্ধান্তই নেওয়া সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে ট্রেনিং করে ম্যাচ ফিটনেস হয় না। এ জন্য কন্ডিশনিং ক্যাম্প লাগবে।'
এশিয়া কাপ বাতিল হওয়ায় বাংলাদেশের সামনে সেভাবে কোনো খেলা নেই। অক্টোবরে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যেতে পারেন মাহমুদুল্লাহরা। টি২০ বিশ্বকাপ না হলে সফরে অন্য সংস্করণের ম্যাচও যুক্ত করা হতে পারে। সেপ্টেম্বরে এইচপির শ্রীলঙ্কা সফর নিয়েও আশাবাদী বোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) রাজি হলে অক্টোবর নভেম্বরে তিন টেস্টের সিরিজ খেলতে রাজি হতে পারে বিসিবি।
মিনহাজুলেরও খেলায় ফেরার পক্ষে, 'এশিয়া কাপ স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপের ব্যাপারেও কিছু জানি না। এর পরও খেলার প্রস্তুতি রাখতে হবে। যে দেশগুলোতে কভিড সমস্যা নেই সেসব দেশে সিরিজ খেলার উদ্যোগ নিতেও তো পারে বোর্ড। আর শ্রীলঙ্কা রাজি হলে এইচপির খেলোয়াড়দের ১৫ দিন আগে পাঠিয়ে হাম্বানতোতায় প্র্যাকটিস করানো যেতে পারে। এরকম একটা আলোচনা হচ্ছে। আশা করি সামনে 'উইন্ডো' খুলবে।'
বিশ্বের বেশিরভাগ দেশ মাঠে নামলে তাল মেলাতে হবে বিসিবিকেও। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ড পাকিস্তান সিরিজ হয়ে গেলে বাকি দেশগুলোও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তাগিদ অনুভব করবে। সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের গুটিয়ে রাখলে একঘরে হয়ে পড়তে পারে। ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ক্যারিবীয় প্রিমিয়ার লিগ টি২০ টুর্নামেন্ট আয়োজন সফল হলে ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে সাহস পাবে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। বিসিবিও সবকিছু ভেবে কন্ডিশনিং ক্যাম্পের কথা ভাবছে। আর এই ক্যাম্প শুরুর আগে জাতীয় দলের কোচিং স্টাফদেরও ঢাকায় থাকতে হবে।
বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'কোচিং স্টাফ প্রস্তুত আছে ডাকলেই চলে আসবে তারা। ঢাকায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচদের। সেভাবেই আসবে তারা। তবে কবে আসবে সেটা ঠিক হয়নি।' রাসেল ডমিঙ্গোরা আগস্টে কাজে যোগ দেবেন আশা করা যেতেই পারে।
মন্তব্য করুন