- খেলা
- মেসির সিদ্ধান্ত কী হবে জানেন বার্তামেউ
মেসির সিদ্ধান্ত কী হবে জানেন বার্তামেউ

ছবি: ফাইল
গরম পরিস্থিতি প্রথমে ঠান্ডা করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউ। মেসির ক্লাব ছাড়া নিয়ে যা শোনা যাচ্ছে সবই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। ঘোলা জল স্বচ্ছ হওয়ার পরে জোর দিয়ে বার্সা প্রেসিডেন্ট দাবি করেছেন, মেসি তার ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন তা তার জানা।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আছে আর মাত্র এক মৌসুম। ক্লাব আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায়। কিন্তু সম্প্রতি বার্সার পারফরম্যান্স এবং বেশি কিছু সিদ্ধান্তের জন্য ক্লাবের ওপর মনে মনে চটেছেন মেসি। সেজন্য নতুন চু্ক্তিপত্রে কলম বসাচ্ছেন না।
কিন্তু বার্সেলোনা তার সঙ্গে কথা বলে যাচ্ছে বলে উল্লেখ করেছেন বার্তামেউ। মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারেও দৃড় প্রত্যয়ী তিনি। টিভিথ্রিকে মারিও বার্তামেউ বলেন, ‘আমরা মেসির সঙ্গে কথা বলেছি, কথা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেরও আলোচনা চালিয়ে যাবো। মেসি তার ক্যারিয়ার বার্সাতেই শেষ করতে চায়। আমরাও অবশ্যই তার সঙ্গে চুক্তি নবায়ন করবো। মেসি বার্সাতেই থাকবে এ নিয়ে আমার মনে অন্তত সন্দেহ নেই।’
অন্য মৌসুমের তুলনায় চলতি মৌসুমে মেসির লিগে গোল কিছুটা কম। তবে ২০ গোলের পাশাপাশি ২০ গোলে সহায়তা দিয়ে জাভির রেকর্ড ছুঁয়েছেন মেসি। তার সামনে সাবেক সতীর্থকে ছাড়িয়ে যাওয়ার পালা। এছাড়া দুই গোলে সহায়তা দিতে পারলে টমাস মুলারকে ছাড়িয়ে এক মৌসুমে ইউরোপের শীর্ষ লিগে সর্বোচ্চ গোলে সহায়তা দেওয়ার রেকর্ড একার হবে মেসির।
৩৩ বছরেও এমন ফর্মে থাকা মেসিকে ছাড়বে না বলে আশা সাবেক স্প্যানিশ ফুটবলার লুইস গার্সিয়ার। তিনি মনে করেন, মেসি ২০২৫ সাল পর্যন্ত বার্সাতে খেলবে। তার সেই সামর্থ্য আছে। প্রতিবছরই মেসি নতুন কিছু দেখাচ্ছে। প্রতি মুহূর্তে দলের খেলার ধরণের সঙ্গে মানিয়ে নিচ্ছে। তাতেই বোঝা যায়, মেসি কতটা বুদ্ধিমান ফুটবলার। সহজেই তাই মেসি বার্সার হয়ে আরও পাঁচ বছর খেলতে পারবে বলে মনে করেন তিনি।
মন্তব্য করুন