- খেলা
- রাতে রুটের কেন ঘুম হয়না বুঝতে পারছেন স্টোকস
রাতে রুটের কেন ঘুম হয়না বুঝতে পারছেন স্টোকস

ছবি: ফাইল
করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে ইংল্যান্ড। টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়া বেন স্টোকস তাই হতাশ। তবে অধিনায়ক হিসেবে ভালো খেলেছেন তিনি। তেমনি স্টুয়ার্ড ব্রডের মতো তারকা পেসারকে বাদ দিয়ে আলোচনায়ও এসেছেন।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ২০০৩ সালের পর প্রথম টেস্টে হারের বাজে রেকর্ড গড়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই পেস অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টেই ফিরছেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। বেন স্টোকস তাই খুশি। কারণ তার আর কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগবে না। সহ-অধিনায়ক ক্টোকস শুভকামনাও জানিয়েছেন জো রুটকে।
কেন রুটের রাতে ঘুম হয় না তা এক টেস্টে নেতৃত্ব দিয়েই বুঝতে পেরেছেন বলে উল্লেখ করেছেন এই পেসার, ‘এখন বুঝতে পারছি রাতের পর রাত কেন রুট ঘুমাতে পারেন না। তাকে অনেক কিছুই ভাবতে হয়।’
স্টোকস বলেন, ‘গত রাতই ছিল আমার জীবনে ঘুমের কষ্ট পাওয়া একমাত্র রাত। অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছিল। ম্যাচটা কিভাবে শেষ হবে। কী ঘটতে যাচ্ছে। আমরা কী করবো। তবে সত্যি বলতে কী আমি নেতৃত্ব অনেক উপভোগ করেছি। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া সত্যিই রোমাঞ্চকর ছিল।’
সাউদাম্পটন টেস্টে অধিনায়ক হিসেবে স্টোকস ভালোই খেলেছেন। দুই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। ব্যাট হাতে দুই ইনিংসেই ফিফটির কাছাকাছি রান করেছেন। নিয়েছেন ব্রডকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত। পরে স্কাই স্পোর্টসকে স্টুয়ার্ড ব্রডের দেওয়া সাক্ষাৎকারও দেখেছেন তিনি। ব্রডের কথা-বার্তা ভালো লেগেছে বলেও উল্লেখ করেন স্টোকস।
তিনি বলেন, ‘ব্রডের সাক্ষাৎকার আমার কাছে অসাধারণ মনে হয়েছে। বরং তিনি রাগ না করলেই আমি অবাক হতাম। ইংল্যান্ডের হয়ে তিনি একশ’ টেস্ট খেলেছেন। অনেক উইকেট নিয়েছেন। তারপরও তার ভেতরে যে আগুন, এটা দেখে সত্যিই ভালো লেগেছে।’ স্টোকস যে দল নিয়ে মাঠে নেমেছিলেন হারের পরও তা ঠিক ছিল বলে মনে করছেন। তার মতে, দলে বাড়তি গতি সম্পন্ন বোলার দরকার ছিল বলে মনে হয়েছিল তার।
মন্তব্য করুন