গানাররা আগেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা এখন তাই ক্লাবকে প্রথম শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন। একই স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার শুলসার ও চেলসি কোচ এডেন হ্যাজার্ডের।

কিন্তু শিষ্যদের ভুলে শুলসারের স্বপ্ন ভেঙে গেল। চেলসিকে তিনটি গোল উপহার দিয়ে রেডসরা ছিটকে গেল সেমিফাইনাল থেকে। ব্লুজরা রোববার রাতের ম্যাচে ৩-১ গোলে জিতে উঠে গেল এফএ কাপের ফাইনালে।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্লুজদের হয়ে প্রথম গোল করেন ওলিভার জিরুড। কিন্তু গোলটা যতটা না জিরুডের তার চেয়ে বেশি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়ার দেওয়া উপহার। গোলমুখে জিরুডের আলতো করে দেওয়া শটটা ঠেকিয়েও গোলে ঢুকিয়ে দেন ডি গিয়া।

ম্যানইউ গোলরক্ষক তার চেয়েও বড় ভুল করেছেন দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে। ৪৬ মিনিটে মাউন্টের নেওয়া নিচু শটটা গ্রিপ করা সহজ কাজই ছিল ডি গিয়ার জন্য। কিন্তু চোখে লাগার মতো ভুলে সেটা জালে পাঠিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।

এরপর ৭৪ মিনিটে ম্যানইউ ডিফেন্ডার মাগুয়েরোর আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। নিশ্চিত হয়ে যায় এফএ কাপের ফাইনাল। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে ম্যানইউ। কিন্তু রেডসের মান বাঁচাতে তা যথেষ্ঠ ছিল না।