- খেলা
- ক্রীড়া ব্যক্তিত্বদের আর্থিক সহায়তা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ক্রীড়া ব্যক্তিত্বদের আর্থিক সহায়তা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ছবি: ফাইল
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অসহায় ক্রীড়াবিদদের সহায়তা করে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং আট বিভাগ থেকে ১০ জন করে সর্বমোট দুই হাজার ৯৬০ ক্রীড়া ব্যক্তিত্বকে অর্থ সহায়তা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রত্যেককে সাত হাজার টাকা করে সর্বমোট দুই কোটি সাত লাখ বিশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় প্রশাসনের সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেবেন এ অর্থ।
অনুষ্ঠানে ঢাকা ও তার পার্শ্ববর্তী দশটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার চেকগুলো ডাকযোগে পাঠানো হবে। এই সহায়তা কার্যক্রমে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকরাও পাচ্ছেন অর্থ। তবে সে সহায়তা কারা পাবেন, জাতীয় ক্রীড়া পরিষদ তা নির্বাচন করেনি। দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনকে জাতীয়
ক্রীড়া পরিষদ সাড়ে নয় লাখ টাকা দিয়েছে। সংস্থাগুলো নিজেদের মতো করে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের মধ্যে টাকা বণ্টন করবে। ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠনকে যে সাড়ে নয় লাখ টাকা প্রদান করা হয়েছে, তার মধ্যে চার লাখ টাকা বরাদ্দ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ), তিন লাখ টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এবং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) জন্য।
মানবিক সহায়তার এ পর্যায়ে তিন হাজারের অধিক ক্রীড়া ব্যক্তিত্ব (ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়া সংশ্নিষ্ট ব্যক্তিরা) পাচ্ছেন প্রায় সোয়া দুই কোটি টাকা। বাকি অর্থ অচিরেই বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে। দেশের তৃণমূল পর্যায়ে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্নিষ্ট ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য দেশের সব বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেন জাহিদ আহসান রাসেল।
মন্তব্য করুন