বার্সেলোনা চলতি মৌসুমে এখনও কিছুই জিততে পারেনি। তবে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির ব্যক্তিগত অর্জন থেমে নেই। সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। নিশ্চিত করেছেন সপ্তম পিচিচি অ্যাওয়ার্ড।

মৌসুমে ৩৩ লিগ ম্যাচ খেলে গোল মেসি গোল করেছেন ২৫টি। নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাকে পেছনে ফেলেছেন চার গোলে। তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল ফরোয়ার্ড জেরার্ড মরিনোর (১৮ গোল) চেয়ে মেসি সাত গোলে এগিয়ে শেষ করেছেন।

এ নিয়ে সাতটি পিচিচি ঘরে তুলছেন মেসি। ২০০৯-১০ মৌসুমে মেসির হাতে ওঠে প্রথম পিচিচি অ্যাওয়ার্ড। ঠিক দশ বছরে মাথায় সংখ্যাটা রেকর্ড সাতে নিয়ে গেছেন তিনি। তার আগে মেসির সঙ্গে ছয়টি পিচিচি অ্যাওয়ার্ড ছিল সাবেক অ্যাথলেটিকো বিলবাও গ্রেট টেলমো জারার।

মেসি রোববার রাতের ম্যাচে আলাভেসের বিপক্ষে দলের ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেন। সহায়তা দেন এক গোলে। মৌসুমের সর্বোচ্চ লিগ গোলদাতা হন। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ অর্জন বলতেই হবে। সাতটি পিচিচি জিতলাম। কিন্তু আমি আসলে লিগ শিরোপা জিততে চেয়েছিলাম। আগেও বলেছি ব্যক্তিগত অর্জন কিংবা পুরস্কার আমার কাছে মুখ্য নয়।’

বার্সা যেভাবে মৌসুম শেষ করেছে পিচিচি নিয়ে উচ্ছ্বসিত নন মেসি। বরং লিগ শেষ হওয়ায় এখন তিনি পুরো মনোযোগ দিতে চান চ্যাম্পিয়নস লিগের দিকে। নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে, ‘আমাদের এখন একটু মানসিক প্রশান্তি দরকার। এই বিরতি  সেটা দেবে আশা করছি। বেশি কিছু বলার নেই। এখন আমাদের মাঠে প্রমাণ করতে হবে।’