- খেলা
- ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আমির
ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আমির

ছবি: ফাইল
ব্যক্তিগত কারণে পাকিস্তানের ইংল্যান্ড সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে এই বাঁ-হাতি পেসার এখন পাকিস্তান দলে ঢুকতে প্রস্তুত। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিষয়টি তিনি জানিয়েছেনও।
দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে ছুটি নিয়েছিলেন মোহাম্মদ আমির। চারদিন আগে তিনি দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর পেয়েছেন। এখন তার তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে কোন সমস্যা নেই।
মোহাম্মদ আমির এখন ইংল্যান্ডেই বসবাস করছেন। তার তাই ভ্রমণ করে সেখানে আসার দরকার পড়ছে না। এছাড়া এরই মধ্যে তার করোনা পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষায় আমির নেগেটিভ হয়েছেন। তার তাই দলে যোগ দিতে বাধা নেই। তবে সবটা নির্ভর করছে দেশটির ক্রিকেট বোর্ডের উপর।
আমিরকে দলে ঢোকার একটা সুযোগ অবশ্য করে দিয়েছেন পেসার হ্যারিস রউফ। দ্বিতীয়বার করোনা ধরা পড়েছে তার। পাকিস্তান দল থেকে তিনি তাই বাদ পড়তে পারেন। আমির ঢুকতে পারেন তার জায়গায়। তবে বাঁ-হাতি পেসার আমির শুধু সাদা বলের ক্রিকেট খেলবেন নাকি লাল বলের ক্রিকেটেও ফিরবেন তা এখনও নিশ্চিত করেননি।
মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। নিষেধাজ্ঞায় থাকার কারণে ক্রিকেট ক্যারিয়ার থেকে তার অনেকটা সময় ঝরে গেছে। আমির তাই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ক্যারিয়ার লম্বা করার জন্য টেস্টকে বিদায় বলেছেন। তার সঙ্গে টেস্টকে বিদায় বলেছেন ওয়াহাব রিয়াজও। কিন্তু রিয়াজ জানিয়েছেন, ইংল্যান্ডে যদি দলের তার দরকার পড়ে তবে টেস্টে ফিরবেন তিনি।
মন্তব্য করুন