- খেলা
- অবসর ভেঙে রিংয়ে ফিরছেন টাইসন
অবসর ভেঙে রিংয়ে ফিরছেন টাইসন

ছবি: ফাইল
সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন অবসর ভেঙে দীর্ঘ বিরতির পর রিংয়ে ফিরছেন। আগামী ১২ সেপ্টেম্বর আবার রিংয়ে দেখা যাবে তাকে।
সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে রয় জোন্স জুনিয়রের সঙ্গে লড়বেন ৫৪ বছর বয়সী টাইসন। তাদের এ লড়াই টাকা দিয়ে দেখা যাবে ট্রিলার নামক যুক্তরাষ্ট্রভিত্তিক এক মিউজিক অ্যাপে।
১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে শিরোপা জিতে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন টাইসন। এরপর ধীরে ধীরে রিংয়ের ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠেন তিনি। তবে নানা বিতর্কের কারণে ২০০৫ সালে বক্সিং থেকে অবসর নেন টাইসন।
মন্তব্য করুন