- খেলা
- অ্যাথলেটিকোর চ্যাম্পিয়নস লিগ যাত্রায় করোনার হানা
অ্যাথলেটিকোর চ্যাম্পিয়নস লিগ যাত্রায় করোনার হানা

ছবি: গোল
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে অংশ নেওয়ার জন্য পর্তুগালের রাজধানী লিসবনে যেতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। আগামী ১৪ আগস্ট রাতে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে খেলবে তারা। ওই যাত্রার আগে উয়েফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড় এবং দলের স্টাফদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানো হয়েছে। তাতে অ্যাথলেটিকোর পর্তুগাল যাওয়া বহরের দু’জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ওই দু’জন ফুটবলার না-কি দলের কোচিং স্টাফদের কেউ তা নিশ্চিত করা হয়নি। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার অন্যতম ফেবারিট অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন খবরে তাই দল মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকবে।
ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘শনিবার পর্তুগালে যাওয়ার বহরের সকল ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়েছে। উয়েফার নিয়ম অনুযায়ী ওই টেস্টে দু’জন করোনা পজেটিভ এসেছেন। তারা দু’জনই নিজ বাসায় আইসোলেশনে আছেন। এরই মধ্যে তাদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি স্পেন ও পর্তুগালের স্বাস্থ্য কৃর্তপক্ষ, উয়েফা, রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে জানানো হয়েছে।’
অ্যাথলেটিকো মাদ্রিদের দু’জন করোনা আক্রান্ত হওয়ায় তাদের অনুশীলন শুরু, পর্তুগালে যাওয়াসহ অন্যান্য কিছু সূচিতে পরিবর্তন এসেছে। তবে ক্লাব জানিয়েছে, উয়েফার সঙ্গে সমন্বয় করে তারা নতুন সূচি নির্ধারণ করবে। অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ ম্যাচ খেলেছে ১৯ জুলাই লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। লিগে তিনে শেষ করা অ্যাথলেটিকো ওই ম্যাচে ১-১ গোলে সমতা করে। এছাড়া ডিয়াগো সিমিওনের দল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিভারপুলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতে শেষ আটে উঠেছে।
মন্তব্য করুন