- খেলা
- অনুশীলনের জন্য পছন্দ বিকেএসপি
অনুশীলনের জন্য পছন্দ বিকেএসপি

আফিফ হোসেন
জাতীয় দলের পুলের ক্রিকেটারদের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একক অনুশীলন হচ্ছে ১৯ জুলাই থেকে। ফিটনেস ট্রেনিং করার জন্য ট্রেনারও দিয়েছে বিসিবি। কোচিং স্টাফ না থাকায় স্কিল ট্রেনিং করতে হচ্ছে নিজেদের মতো করে। ইনডোরে বোলিং মেশিনে নেট সেশনের পাশাপাশি আউটার নেটে থ্রোয়ার দিয়ে করা যাচ্ছে ব্যাটিং। মুশফিক-তামিমের মতো কেউ কেউ শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে সেশন করছেন বোলার নিয়ে।
এ ধরনের বিরূপ পরিস্থিতিতে মুশফিক, তামিমরা একক অনুশীলন করে অভ্যস্ত। আফিফ হোসেনরা সেখানে একটু হলেও অনভিজ্ঞ। কোচিং স্টাফের সাপোর্ট পেলে ভালো করেন তারা। এ কারণেই শ্রীলঙ্কা সফরে এইচপি স্কোয়াডের এ সদস্য অনুশীলনের জন্য বেছে নিয়েছেন বিকেএসপিকে।
বিসিবির তত্ত্বাবধানে এইচপি স্কোয়াডের একক অনুশীলন রাখা হয়নি। নিজস্ব ব্যবস্থাপনায় যে যেখানে পারছেন ফিটনেস ও স্কিল অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিকেএসপির সাবেক ছাত্ররা সেদিক থেকে সৌভাগ্যবান। এইচপির খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশিদুল হাসান বলেন, 'কভিডের কারণে লম্বা সময় প্র্যাকটিস করা সম্ভব হয়নি। আমার দেখলাম সুযোগ-সুবিধাগুলো ওদের দেওয়া হলে শ্রীলঙ্কা সফরের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। হাইপারফরম্যান্স স্কোয়াডের সদস্য যারা অনুশীলন করতে চেয়ে আবেদন করেছে সবাইকে অনুমোদন দেওয়া হয়েছে কভিড টেস্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে।'
আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শামিম পাটোয়ারি, শাহিন আলম, নোমান চৌধুরী সাগরসহ এইচপির নয় ক্রিকেটার বিকেএসপির ক্যাম্পে। কভিড টেস্ট নেগেটিভ রিপোর্ট নিয়ে সাভার বিকেএসপিতে গেছেন তারা। এমন একটা সুযোগকে মহামারির সময়ে আশীর্বাদ মনে করছেন মুগ্ধ, 'অনুশীলনের জন্য বিকেএসপি সব সময় আদর্শ জায়গা। সব ধরনের সুযোগ-সুবিধা নিতে পারছি। আমাদের দুজন স্যার প্র্যাকটিস করান। ফিটনেস ও স্কিল ট্রেনিং ভালো হচ্ছে। টি২০'র 'ম্যাচ সিচুয়েশন' প্র্যাকটিস হয়। স্যাররা চেষ্টা করছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে কয়েকজন ক্রিকেটার নিয়ে ম্যাচ আয়োজনের। ম্যাচ খেলতে পারলে খুব ভালো হবে। শরীর কেমন সাড়া দিচ্ছে বুঝতে পারব।'
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ছয় ক্রিকেটার ২৮ আগস্ট বিকেএসপির ক্যাম্পে যোগ দেন। পরদিন ২৯ আগস্ট থেকে প্র্যাকটিস শুরু করেছেন তারা। ১৩ দিন মাঠের অনুশীলন করে ফেলেছেন আকবররা। আফিফ আরও বেশি সময় রয়েছেন মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। নিরাপদ এবং আরও বেশি সুযোগ-সুবিধা কাজে লাগাতে বেছে নেন বিকেএসপিকে।
জাতীয় দলের এ অলরাউন্ডার বলেন, 'যে স্যারদের কাছে ক্রিকেট শিখেছি, উনারা আমার সম্পর্কে ভালো জানেন। দেখলাম স্যারদের সঙ্গে কাজ করার এটাই উপযুক্ত সময়। সে কারণে বিকেএসপিতে আসা। আর এখানে লম্বা সময় প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে। টানা সেশন করতে পারছি টার্ফের উইকেটে। অনেকে একসঙ্গে থাকায় গেম সিচুয়েশন অনুশীলন করতে পারছি।' বিকেএসপির ক্রিকেটের প্রধান কোচ মাসুদ হাসান জানান, আমিনুল ইসলাম বিপ্লবসহ আরও চার ক্রিকেটার অনুশীলনের জন্য অনুমোদন চেয়েছেন, কভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে ক্যাম্পে যোগ দিতে পারবেন তারা। বিসিবির তত্ত্বাবধানে এইচপির ক্যাম্প শুরু না হওয়া পর্যন্ত বিকেএসপিতে অনুশীলন করবেন এই ক্রিকেটাররা।
মন্তব্য করুন