একজন অভিজ্ঞ স্ট্রাইকারের খোঁজে মাঠে নেমেছেন জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো। মাউরিসিও সারির দলে থাকা গঞ্জালো হিগুয়েইন মেজর লিগ সকারের পথ ধরেছেন। ওল্ড লেডিরা তাই বার্সায় মেসির সবচেয়ে কাছের বন্ধু লুইস সুয়ারেজকে দলে নিতে চায় বলে জোর গুঞ্জন ছিল।

ভিসা জটিলতার কারণে লিভারপুলের সাবেক স্ট্রাইকার সুয়ারেজ তুরিনে যেতে পারেননি বলেও শোনা গেছে। তবে উরুগুয়ে স্ট্রাইকারের সিরি আ’ চ্যাম্পিয়নদের দলে যাওয়ার গুঞ্জন এখন অনেকটাই থেমেছে। এখন ইতালিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার অলিভার জিরুদের।

চেলসিতে জিরুদের জায়গা আগে থেকেই নড়বড়ে। তার ওপর চেলসি বস ফ্রাঙ্ক ল্যাম্পার্ড মোটা অর্থ খরচায় স্ট্রাইকার হিসেবে আরবি লাইপজিগ থেকে জার্মানির টিমো ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে। ব্লুজদের দলে আছেন উঠতি ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম। জিরুদের প্রয়োজন তাই ফুরিয়েছে।

২০১৮ সালে আর্সেনার থেকে চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিতে আসা জিরুদের তাই ইংলিশ পাঠ চুকাতে হচ্ছে। সময় থাকতে তিনি তাই আন্দ্রে পিরলোর দলে যোগ দিতে চান। হতে চান পাউলো দিবালা-রোনালদোর আক্রমণের সঙ্গী। জিরুদ চুক্তির বিষয়ে ব্যক্তিগত শর্তে রাজিও হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস।

ফ্রান্সের স্ট্রাইকার জিরুদের অবশ্য ফর্ম পড়তি। ২০১২ সালে ইংল্যান্ডে আসা জিরুদ আর্সেনালের হয়ে করেছেন ১৮০ ম্যাচে ৭৩ গোল। চেলসিতে তিনি লিগে ৫৮ ম্যাচে মাত্র ১৩ গোল করতে পেরেছেন। তার মধ্যে সর্বশেষ মৌসুমে লিগে ১৮ ম্যাচে ৮ গোল করেছেন জিরুদ।