- খেলা
- মৌসুম জুড়েই ‘বর্ণবাদকে না’ আন্দোলন
মৌসুম জুড়েই ‘বর্ণবাদকে না’ আন্দোলন

ছবি: ইএসপিএন
জার্সিতে ‘বর্ণবাদের জায়গা নেই’ খেলা লোগো লাগিয়ে খেলবেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা। এছাড়া ম্যাচ অফিসিয়ালদের জার্সিতেও থাকবে একই বার্তা। চলতি মৌসুমের পুরোটা জুড়ে প্রিমিয়ার লিগের জার্সিতে ওই লোগো লাগিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের অধিনায়করা বর্ণবাদ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে একাত্ম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের সিনিয়র ফুটবলাররা অনলাইনে এক সভার আয়োজন করেন। সেখানে ক্লাবের অধিনায়করা জার্সিতে ওই লোগো নিয়ে খেলার সিদ্ধান্ত নেন। লিগ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথমবারের মতো ফুটবলার এবং ম্যাচ অফিসিয়ালরা মৌসুম জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড মাস্টার জানিয়েছেন, ‘আমরা, ক্লাব, ফুটবলার এবং ম্যাচ অফিসিয়ালরা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ফুটবলারা খুব শক্ত অবস্থান নিয়েছেন, যা আমরা গেল মৌসুমেই দেখেছি। এই আন্দোলনের ব্যাপারে ফুটবলারদের মতামত আমাদের নেওয়া উচিত। তারা কথা শোনা উচিত।’
চলতি বছরের জুনে আমেরিকান কৃষ্ণাঙ্গ নাগরির জর্জ ফ্লয়েডকে নির্যাতন করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন ছড়িয়ে পড়ে। জুনে ফুটবলাররা ওই আন্দোলনে তাদের সমর্থন জানান। নিজেরা আন্দোলনে অংশ নেন। এবার মৌসুম জুড়েই সেই আন্দোলন তারা চালিয়ে যেতে চান। এ নিয়ে রিচার্ড জানিয়েছেন, তারা বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাবেন এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন।
মন্তব্য করুন