বার্সেলোনার কোচ হয়ে রোনাল্ড কোম্যান দলের দুটি প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচের ডাগ আউটে দাঁড়িয়েছেন। দুই ম্যাচেই জয় পেয়েছে তার দল। বুধবার রাতের ম্যাচে জিরোনাকে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। মেসিকে ঘিরেই নতুন শুরুর আভাস দিয়েছে দল।

কিন্তু বার্সার আসল লড়াই শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ক্যাম্প ন্যুতে লা লিগার শক্তিশালী ওই দলের বিপক্ষে পরীক্ষা দিয়ে মৌসুম শুরু করতে হবে মেসি-কুতিনহোদের। কিন্তু গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ডাগ আউটে বার্সা তাদের প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে নাও পেতে পারে।

কারণ কিকে সেতিয়েনকে বার্সেলোনা ‘কিক’ মেরে দিলেও চুক্তির সব শর্ত এখনও ‍পূরণ করেনি। তাকে বুঝিয়ে দেয়নি তার প্রাপ্য ক্ষতিপূরণ। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাই সেতিয়েনের সঙ্গে বিচ্ছেদের সকল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোম্যানের ডাগ আউটে দাঁড়ানোর পথে বাধা হতে পারে।

সংবাদ মাধ্যম এল পার্টিডাজো কোপের মতে, সেতিয়েনের সঙ্গে বিচ্ছেদের সকল শর্ত পূরণে বার্সা রাজি না হওয়া পর্যন্ত প্রথম দলের কোচ হিসেবে কোম্যানকে অনুমোদন দেওয়ার কাগজপত্র ঠিক করতে পারছে না স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সাবেক নেদারল্যান্ডস বস কোম্যানকে তাই দূর থেকেই দল পরিচালনা করতে হতে পারে। খুঁজতে হতে পারে অন্য কোন উপায়।