রিয়াল মাদ্রিদ ছাড়তে চান গ্যারেথ বেল। যেতে চান তার সাবেক ক্লাব টটেনহ্যামে। লস ব্লাঙ্কোসরাও তাকে ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচতে চায়। কিন্তু প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের কোচ উইল্ডার মজা করে বলেছেন, বেলের প্রিমিয়ার লিগে আসার কী দরকার! বরং রিয়ালের বেঞ্চে বসে সময় কাটাক। অবসরে গলফ খেলুক। মাদ্রিদের গফল কোর্সগুলো অসাধারণ।

উইল্ডারের ওই মন্তব্যের অবশ্য কারণ আছে, গ্যারেথ বেল আবার টটেনহ্যামের হয়ে মাঠ রাঙাতে চান। ম্যানইউ বেলকে নিতে চাইলেও বেলের ইচ্ছার কারণে এগিয়ে গেছে স্পার্সরা। আর বেল যদি প্রিমিয়ার লিগে আসেন তাহলে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেবেন। সেই চিন্তা থেকেই মজা করে বেলকে রিয়ালের বেঞ্চে বসে এবং গলফ খেলে কাটাতে বলেছেন ওই কোচ।

বেল ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত স্পার্সদের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। নিজের দুঃসময়ে তাই ফিরতে চান পুরোনো ঠিকানায়। সেই সম্ভাবনাই বেশি। বেলের জন্য টটেনহ্যাম ১৩ মিলিয়ন ইউরো দিতে চেয়েছে রিয়ালকে। সঙ্গে মোটা অঙ্কের বেতনের পুরোটা। রিয়াল এর আগে জানিয়েছিল, বেলকে দলে নিলে অর্ধেক বেতনও দেবে তারা। তবে বেতন নয় শুধু বোনাসটা দিলেই হবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

রিয়ালে গত কয়েক মৌসুম নিজেকে হারিয়ে খুঁজছেন এই ওয়েলস ম্যান। জিনেদিন জিদান দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হয়ে আসার পর মাঝে মধ্যে তাকে সুযোগ দিলেও পুরোনো রূপটা দেখাতে পারছেন না বেল। রিয়াল তাই বেলকে ছেড়ে দেওয়ার পথ খুঁজছে।

বেলের এজেন্ট বিবিসি রেডিওকে জানিয়েছেন, বেলের সম্ভাব্য টটেনহ্যামে যাওয়ার কথা। তবে টটেনহ্যাম বস হোসে মরিনহো বলছেন, এখনও বেল রিয়ালের চুক্তিবদ্ধ ফুটবলার। অন্য দলের ফুটবলার নিয়ে তিনি তাই কিছু বলতে পারেন না। বলতে চান না। বেলের এজেন্টের সঙ্গে যোগাযোগ করাও তার কাজ নয়। তবে বেল রিয়ালে যাওয়ার আগে থেকেই মরিনহোর পছন্দের ফুটবলার। মরিনহোর দাবি বেল সেটা জানেও।