- খেলা
- ১১’র লড়াইয়ে ভিনিসিয়াস-অ্যাসেনসিও
১১’র লড়াইয়ে ভিনিসিয়াস-অ্যাসেনসিও

ছবি: ফাইল
গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার পথ অনেকটা মসৃণ হয়ে এসেছে। রিয়াল মাদ্রিদের বাতিলের খাতায় পড়ে যাওয়া বেলকে কম দামেই পেতে যাচ্ছে টটেনহ্যাম। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, স্পার্সদের খরচ করতে হবে মাত্র ১৩ মিলিয়ন ইউরো। বেল চলে গেলে রিয়াল মাদ্রিদে ফাঁকা হবে গুরুত্বপূর্ণ ১১ নম্বর জার্সি।
ওয়েলস তারকা গ্যারেথ বেল ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে জার্সিটা তার দখলেই আছে। শেষ দুই মৌসুমে রিয়ালের জার্সিতে অনিয়মিত তিনি। নতুন মৌসুমেও জিনেদিন জিদানের পরিকল্পনায় নেই বেল। তাকে তাই পার করতে পারলে বাঁচে রিয়াল।
বেলের জার্সিটা তাই ফাঁকা হলে রিয়ালের উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়ার কিংবা স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো অ্যাসেনসিও পেতে পারেন। দৌড়ে অবশ্য বেশি এগিয়ে আছেন অ্যাসেনসিও। কারণ তিনি রিয়ালে ভিনির চেয়ে সিনিয়র। অ্যাসেনসিও অবশ্য চলতি মৌসুমে দশ নম্বর জার্সিতে খেলতে চেয়েছিলেন।
কিন্তু লুডা মডরিচের ওই জার্সি চলতি মৌসুমেও তার পাওয়ার সম্ভাবনা নেই। ভিনিসিয়াসকে তাই তার আগের জার্সি ২৫ কিংবা ২৮ নম্বরেই খুশি থাকতে হতে পারে। অবশ্য জেমস রদ্রিগেজের ১৬ নম্বরও ফাঁকা হয়েছে তার জন্য। আবার অ্যাসেনসিও ১১ নিলে ফাঁকা হবে ২০ নম্বরও।
ভিনিসিয়াস জুনিয়র রিয়ালে আসার আগে ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোতে ১১ নম্বরে খেলতেন। এছাড়া চলতি মৌসুমে রিয়ালের শুরুর একাদশের নিয়মিত ফুটবলার হয়ে উঠতে পারেন তিনি। তাকে তাই ১১ নম্বরে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া আগামী মৌসুমে লুকা মডরিচের রিয়াল ছাড়ার সম্ভাবনা প্রবল। অ্যাসেনসিও তাই আগামী মৌসুম পর্যন্ত ১০ নম্বরের জন্য অপেক্ষা করতেও পারেন।
মন্তব্য করুন