গত মৌসুমের শেষদিকের মতো আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিটি দল ম্যাচপ্রতি পাঁচজন খেলোয়াড় বদল করতে পারবে। এ নিয়ম চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি উয়েফা নেশন্স কাপের আন্তর্জাতিক ম্যাচ, ইউরোপা লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব এবং নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রযোজ্য হবে। তবে দেশভিত্তিক লিগের খেলায় সিদ্ধান্ত নেবে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ, যেখানে এরই মধ্যে পুরোনো তিন বদলির প্রথা কার্যকর করেছে প্রিমিয়ার লিগসহ অন্য শীর্ষস্থানীয় লিগগুলো।
গতকাল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত এক বৈঠকে উয়েফা সিদ্ধান্ত নেয়, খেলোয়াড়দের ওপর চাপ কমাতে প্রতি ম্যাচে পাঁচজন ফুটবলার বদলি করা যাবে। করোনায় দীর্ঘদিন খেলা বন্ধের পর জুনে যখন ২০১৯-২০ মৌসুমের অসমাপ্ত খেলাগুলো পুনরায় চালু করা হয়, তখনও অল্প দিনের মধ্যে বেশি ম্যাচ খেলার কারণে চাপ বাড়বে বিবেচনায় নিয়ে পাঁচ বদলির সুযোগ দেওয়া হয়েছিল। পরে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের অবশিষ্ট ম্যাচেও একই ব্যবস্থা রাখা হয়। তবে চলতি মাসে শুরু হওয়া প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি-এ করোনা-পূর্ববর্তী তিন বদলিতে ফিরে যাওয়া হয়।
এমনকি চলতি
মাসে হয়ে যাওয়া উয়েফা নেশন্স লিগের সবক'টি ম্যাচেও দলপ্রতি তিন বদলির বেশি করা যায়নি। কিন্তু উয়েফার নতুন সিদ্ধান্তে সামনের খেলাগুলোয় তিন দফায় পাঁচ খেলোয়াড় বদলি করতে পারবেন কোচরা। অবশ্য ২০২১ সালে হতে যাওয়া ইউরোতেও একই নিয়ম বহাল থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ সংস্থা জানিয়েছে, ২০২১ সালের অক্টোবরে উয়েফা নেশন্স লিগের ফাইনাল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ইতালি, নেদারল্যান্ডস ও পোল্যান্ড।