বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউকে নিয়ে সমালোচনা কম নয়। মেসির ক্লাব ছাড়ার জোর চেষ্টা, বার্সার বাজে পারফরম্যান্সের দায় এড়াতে পারছেন না বার্তামেউ। এছাড়া আরও অনেক বির্তকের সঙ্গে জড়িয়ে গেছে তার নাম। তারপরও বার্তামেউকে বার্সার ইতিহাস সেরা প্রেসিডেন্টের একজন হিসেবে বিবেচনা করা হবে।

দাবিটা অ্যাথলেটিকো মাদ্রিদ প্রেসিডেন্ট হুড়ো সেজেরোর। প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রেসিডেন্ট তারা। একে অপরকে নিয়ে তাই খুব বেশি মন্তব্য করেন না। কিন্তু বার্সেলোনা থেকে লুইস সুয়ারেজকে শেষ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদে যেতে দেওয়ায় বার্তামেউয়ের প্রশংসা করেছেন মাদ্রিদের ক্লাবটির প্রেসিডেন্ট।

কাতালুনিয়া রেডিওকে সেজেরো বলেছেন, ‘বার্তামেউ অসাধারণ একজন ক্লাব প্রেসিডেন্ট। ভবিষ্যতে তাকে বার্সার ইতিহাস সেরা প্রেসিডেন্টের একজন হিসেবে বিবেচনা করা হবে। বার্সার অনেক সম্মানী এবং প্রসিদ্ধ প্রেসিডেন্ট আছেন। বার্তামেউ তাদের একজন হবেন। সবকিছুর বাইরে বার্তামেউ একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ। কথাগুলো আমি তার বন্ধু হিসেবে বলছি, অ্যাথলেটিকোর প্রেসিডেন্ট হিসেবে নয়।’

লুইস সুয়ারেজের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু উরুগুয়ে স্ট্রাইকারের মাদ্রিদে আসা হচ্ছিল না। কারণ বার্তামেউসহ বার্সার বোর্ড কর্মকর্তারা বাধ সেধেছিলেন। রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি এবং ম্যানসিটিতে সুয়ারেজ যেতে পারবেন না বলে তারা জানিয়ে দিয়েছিলেন।

এ নিয়ে সুয়ারেজও ক্ষুব্ধ ছিলেন কিছুটা। বার্সা তাকে দলে রাখবে না, ক্ষতিপূরণও দেবে না, আবার যেতে দেবে না বড় ক্লাবে। তা কী করে হয়! শেষ পর্যন্ত বার্তামেউ তাই সুয়ারেজের মাদ্রিদে যাওয়ার পথ খুলে দিয়েছেন। অ্যাথলেটিকো প্রেসিডেন্ট সেজেরো তাই বার্তামেউয়ের ওপর খুশি। খুশি সুয়ারেজকে দলে পেয়ে।

সেজেরো বলেছেন, ‘একজন অসাধারণ ফুটবলার আমাদের দলে এসেছেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতাদের একজন। আমরা তাকে দলে পেয়ে খুবই খুশি। সুয়ারেজ যখন হল্যান্ডে (আয়াক্স) ছিলেন আমরা তখনই তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের আর্থিক কাঠামো খুব একটা ভালো ছিল না। তাকে তাই দলে নেওয়া হয়নি। কিন্তু ভাগ্যকে আপনার স্বীকার করতেই হবে। কয়েক বছর পর হলেও সুয়ারেজ অ্যাথলেটিকোতেই আসলেন।’