ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আফগানদের বিপক্ষে নিখুঁত ক্রিকেট চায় ভারত

আফগানদের বিপক্ষে নিখুঁত ক্রিকেট চায় ভারত

আফগানিস্তান ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে অনুশীলনে দ্রাবিড়। ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:১১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বিগ ম্যাচ’ জিতে বিশ্বকাপ শুরু করলেও পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেদিন ২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। টপঅর্ডারের তিনজনই শূন্য রানে আউট হয়েছিলেন। সেসব ভুলে আজ দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তিন বিভাগেই নিখুঁত ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা। বিশেষ করে ব্যাটারদের কাছ থেকে সেরাটা চায় দল।

চিপকের স্পিন উইকেটে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ধৈর্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পায় ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলার উইকেট একেবারে ব্যাটিং স্বর্গ। এ মাঠে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সর্বোচ্চ ৪২৮ রান তুলেছিল।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও ৩২৬ রান করেছিল। চার দিন আগে যে মাঠে সাড়ে সাতশর ওপরে রান উঠেছিল, আজও সেখানে রান উৎসবই হবে। তবে শুভমান গিল ডেঙ্গু থেকে এখনও সেরে না ওঠায় ওপেনিং নিয়ে কিছুটা সমস্যায় আছে ভারত। আজও রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন ইশান কিষান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ইশান ও শ্রেয়াস আয়ারের শর্ট নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা হয়েছিল।

আজও যদি শ্রেয়াস ভালো কিছু করতে না পারেন, তবে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে। শুভমান ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ইশানকে হয়তো পাকিস্তানের বিপক্ষেও দেখা যাবে। তবে বুধবার ম্যাচের মধ্যেই নির্বাচকরা শুভমান গিলের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করার মিটিংয়ে বসবেন। এরই মধ্যে যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াডকে তৈরি থাকতে বলা হয়েছে। তাই ভালো করতে না পারলে ইশান খুব বেশি সুযোগ পাবেন না।

আজ অবশ্য ভারতের ব্যাটিং জ্বলে ওঠার সম্ভাবনাই বেশি। একে তো দিল্লির পিচ ব্যাটিং স্বর্গ, তার ওপর আফগান বোলিং তো স্টার্ক-হ্যাজেলউডদের মানের নয়। রশিদ খান, মুজিব-উর রহমানের স্পিনে ভারতীয়দের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। 

এ মাঠের বাউন্ডারিও কিছুটা ছোট। আগের ম্যাচে এখানে ৩১টি ছয় হয়েছিল। ভারতীয় ব্যাটাররাও আজ ছয়ের বন্যা বইয়ে দিতে পারেন। দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি আবার এ মাঠে খেলে বড় হয়েছেন। তাঁর নামে এখানে একটি স্ট্যান্ডও রয়েছে। তাই আরও একটি কোহলি ‘মাস্টারক্লাস’ দেখার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ের তুলনায় বোলিং নিয়ে বরং ভারত স্বস্তিতে আছে। স্পিনাররা উইকেট নিচ্ছেন, পেসাররাও ছন্দে আছেন। তা সত্ত্বেও দিল্লির উইকেট ও কন্ডিশন বিবেচনায় আজ ভারতের বোলিংয়ে একটি পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ে ভালো বোলিং করেও আজ ডাগআউটে বসতে হতে পারে অফস্পিনার রবিচন্দ্র অশ্বিনকে। তাঁর বদলে পেসার মোহাম্মদ শামি সুযোগ পেতে পারেন।

বাংলাদেশের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে আফগানিস্তানও ঘুরে দাঁড়াতে মরিয়া। তাদেরও চিন্তা ব্যাটিং নিয়ে। বাংলাদেশের বিপক্ষে হুড়মুড় করে ভেঙে পড়েছিল তাদের ব্যাটিং। ২ উইকেটে ১১২ থেকে ১৫৬ রানে অলআউট হয়েছিল। আর ধসটা নামিয়েছিলেন বাংলাদেশি স্পিনাররা। আজও স্পিনাররাই হুমকি হয়ে উঠতে পারেন তাদের সামনে। আফগানদের খেলায় টি২০-এর ছাপ স্পষ্ট। সে প্রবণতা থেকে বের হতে না পারলে তারা ভারতের বিপক্ষে লড়াই করতে পারবে না।

আরও পড়ুন