ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত শুভমান গিল

পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত শুভমান গিল

ছবি: ফাইল

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:০৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:০৪

প্রথম ম্যাচে ভারত তাঁকে মিস করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষেও থাকছেন না তিনি। ভারতের চোখে সবচেয়ে ‘বড়’ যে ম্যাচ, সেই পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত হয়ে পড়েছেন ওপেনার শুভমান গিল। 

ডেঙ্গু আক্রান্ত শুভমানের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল, চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। যদিও মঙ্গলবার সেখান থেকে ছাড়া পেয়েছেন। 

তবে ভারতীয় দলের চিকিৎসক রিজওয়ান খানের বরাত দিয়ে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় দ্রুত চেন্নাইয়ের কাওভেরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ জন্য তিনি দলের সঙ্গে দিল্লি যেতে পারেননি। তিনি এই মুহূর্তে চেন্নাইয়ের হোটেলেই থাকবেন। সেখান থেকে ডাক্তাররা তাঁর রক্ত পরীক্ষা করে নিয়মিত চিকিৎসা করবেন। 

অর্থাৎ শনিবার আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা তাঁর নিয়মিত ওপেনার শুভমান গিলকে পাচ্ছেন না। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেন করতে নেমেছিলেন ইশান কিষান। কিন্তু সেই ম্যাচে কোনো রান করতে পারেননি তিনি।

আরও পড়ুন