ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ব্যাটিংয়ে আফগানিস্তান, ভারতের একাদশে পরিবর্তন

ব্যাটিংয়ে আফগানিস্তান, ভারতের একাদশে পরিবর্তন

ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:১৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৮:১৮

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আফগানিস্তানের সামনে আরও বড় চ্যালেঞ্জ। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ তাদের। দিল্লিতে অনুষ্ঠিত ওই লড়াইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। 

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ম্যাচেও ভারতীয় ওপেনার শুভমান গিল খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে আছেন ইশান কিশান। এছাড়া বোলিং আক্রমণে পরিবর্তন  এনেছে ভারত।

অভিজ্ঞ অফ স্পিনার রবিশচন্দন অশ্বিনকে বিশ্রাম দিয়ে পেসার শার্দুল ঠাকুরকে একাদশে নিয়েছে ভারত। আফগানিস্তান তিন পেসার ও তিন স্পিনার ছকেই আস্থা রেখেছে। 

ভারতের একাদশ: রোহিত শর্মা, ইশান কিশাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। 

আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

আরও পড়ুন