- খেলা
- ইনজুরিতে নেইমার, ব্রাজিলের জার্সিতে অনিশ্চিত
ইনজুরিতে নেইমার, ব্রাজিলের জার্সিতে অনিশ্চিত

ব্রাজিলের অনুশীলনে ইনজুরিতে পড়েছেন নেইমার। ছবি: ওয়েলিংটন টাইমস
বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগেই ব্রাজিল শিবিরে একের পর এক ইনজুরির বাধা আসছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল জেসুস। শেষ সময়ে ইনজুরিতে পড়ে দেড় মাস মাঠের বাইরে চলে গেলেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। এবার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার।
পিএসজি ফরোয়ার্ড অবশ্য ইনজুরির কারণে দলের বাইরে চলে যাননি। তবে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি-না সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বৃহস্পতিবার অনুশীলনের সময় পিঠে ব্যথা পান সাবেক বার্সা তারকা। এরপর উঠে যান অনুশীলন থেকে।
ব্রাজিল আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এরই মধ্যে নেইমারের সারিয়ে তোলার কাজ শুরু করেছেন। তবে শনিবারেরর ম্যাচে খেলতে পারবেন কি-না তা একই বলার উপায় নেই বলে উল্লেখ করেছেন তিনি।
লাসমার বলেছেন, ‘অনুশীলনের সময় নেইমার তার পিঠের নিচের অংশে ব্যথা পেয়েছে। তাৎক্ষনিক তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয় এবং থেরাপি দেওয়া শুরু হয়েছে। আমরা আজই সাওপাওলো পৌঁছাবো এবং সেখানেও তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। আগামী ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। এরপরই বোঝা যাবে সে খেলতে পারবে কিনা।’
মন্তব্য করুন