- খেলা
- এবার রিয়াল কেবলই 'বিক্রেতা'
এবার রিয়াল কেবলই 'বিক্রেতা'

ছবি: ফাইল
অহেতুক টাকা নষ্ট করার দল রিয়াল মাদ্রিদ নয়! গত কয়েকটা মৌসুমে রিয়ালের খেলোয়াড় কেনাবেচার নীতিটা দেখে অনেকে এমন মন্তব্য করছেন। এবার সেই পথেই যেন হাঁটল।
তবে খেলোয়াড় না কিনলেও বেচেছে ঠিকই। আশরাফ হাকিমি, অস্কার রদ্রিগেজ, সার্জিও রেগুইলন ও জেমস রদ্রিগেজকে বিভিন্ন ক্লাবে পাঠিয়ে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করেছে তারা। বিপরীতে একটা ইউরোও খরচ হয়নি। যদিও ৫ অক্টোবর শেষ হওয়া দলবদলের শুরু থেকেই নানা গুঞ্জনে ছিল এই রিয়ালের নাম।
পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে কেনার কথা শোনা যায় একটা সময়। এরপর জিনেদিন জিদান এ নিয়ে আভাসও দেন। পরে অবশ্য তিনি নতুন খেলোয়াড় রিক্রুট নিয়ে আগ্রহ দেখাননি।
স্প্যানিশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার কিছুদিন আগে জিজু বলেন, 'আসলে আমার মনে হয় নতুন কাউকে এখন প্রয়োজন হবে না।আমি তো এই স্কোয়াড নিয়েই খুশি। দেখুন আপনারা যেমন কে আসবে কে যাবে এসব নিয়ে আগ্রহী, আমি এই দলটাকে কীভাবে সামনে নিয়ে যাব, সেটা নিয়েই আগ্রহী। তবে শেষ দিনের আগে যে কোনো কিছুই হতে পারে।'
কথার শেষ অংশে কিছুটা রহস্য রাখলেও শেষ পর্যন্ত কিছুই হলো না। কাউকে না কিনেই এবারের সামার ট্রান্সফার শেষ করল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে ইউরোপিয়ান এলিট ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৪৭ মিলিয়ন ইউরো খরচ করেছে চেলসি।
মন্তব্য করুন