- খেলা
- দুর্বৃত্তদের গুলিতে ভাই হারালেন ফিলান্ডার
দুর্বৃত্তদের গুলিতে ভাই হারালেন ফিলান্ডার

ছবি: ফাইল
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ভারনন ফিলান্ডারের ছোট ভাই দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার বিকেলে কেপটাউনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তার ছোট ভাই তাইরন ফিলান্ডার।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, নির্জন জায়গা বুঝেই তারা গুলি চালায় তাইরনের ওপর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ জানিয়েছে, শিগগিরই তারা অপরাধীকে খুঁজে বের করবে।
দীর্ঘদিন গার্লফ্রেন্ড ও দুই সন্তানকে নিয়ে কেপটাউনে বসবাস করে আসছিলেন তাইরন। ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে ফিলান্ডার জানিয়েছেন, 'কঠিন একটা সময়, এ সময়ে তাকে হারানো সত্যিই মানা যায় না। পুরো পরিবার ভেঙে পড়েছে।
আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু এখনও এই ঘটনার বিস্তারিক তথ্য জানা যায়নি, মিডিয়া পুলিশকে এ ব্যাপারে সাহায্য করতে পারে। যাতে তদন্তটা দ্রুত শেষ করতে পারে পুলিশ। আসলে তাইরন আমাদের মনের মণিকোঠায় সারাজীবন থাকবে। তার আত্মার শান্তি কামনা করছি।'
মন্তব্য করুন