দ্বিতীয় বিভাগ থেকে চলতি মৌসুমে স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগে ফিরেছে ক্যাডিজ। ফিরেই তারা শিকার করেছে বড় এক মাছ। রিয়ালের আলফ্রেডো ডি স্টেফানোয় এসে হারিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসদের। শনিবার রাতের ম্যাচে জয় তুলে নিয়েছে ১-০ গোলে।

এই হারকেও ইতিবাচকভাবে দেখছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। তার মতে, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগে এবং এল ক্লাসিকোর লড়াই সামনে রেখে এমন একটা হার দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ।

ম্যাচ শেষে রিয়ালের বেলিস গোলরক্ষক বলেছেন, ‘একটা হার সবসময়ই ভালো জিনিস। কারণ হার মানে জেগে ওঠার ডাক। কাজে ফেরার ডাক। আমরা খারাপ শুরু করেছি এটা ধরে নিয়ে এখন আমাদের উন্নতির চেষ্টা করতে হবে।’

কর্তোয়া জানান, এই হারটা নিয়ে পড়ে থাকলে চলবে না। ঘরের মাঠে সাধারণত জেতা উচিত। কিন্তু তাদের হারটা মেনে নিতে হবে। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেস্কর বিপক্ষে ভালো খেলতে হবে এবং আত্মবিশ্বাস নিয়ে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো খেলতে যেতে হবে।

থিবো কর্তোয়া বলেছেন, ‘আমরা প্রথমার্ধে একটুও ভালো খেলিনি। সবদিক থেকেই তারা আমাদের থেকে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বদলি নামানোর পর আমরা খেলায় ফিরি। কিন্তু দূভাগ্য যে, গোল করতে পারিনি। আমরা ম্যাচটা নিয়ে আগামীকাল নিজেদের মধ্যে আলাপ করবো। ম্যাচটা বিশ্লেষণ করে ভুল খুঁজে বের করার চেষ্টা করবো।’