- খেলা
- অস্ট্রেলিয়া সফরে থাকবে দিবারাত্রির টেস্ট: সৌরভ
অস্ট্রেলিয়া সফরে থাকবে দিবারাত্রির টেস্ট: সৌরভ

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ছবি: ফাইল
আইপিএল শেষ করে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে তিন ম্যাচের টি-২০, তিনটি ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বলে নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সংযুক্ত আরব আমিরাতে বিসিসিআই প্রেসিডেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘এখনও সূচি ঠিক হয়নি। তবে অস্ট্রেলিয়া সফরে আমরা তিনটি টি-২০, তিনটি ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবো। টেস্ট সিরিজ শুরু হবে অ্যাডিলেডে ফ্লাডলাইটের নিচে।’
করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই আলোচনায় ভারতের অস্ট্রেলিয়া সফরটি। ওই সফরে দিবারাত্রির টেস্ট খেলার জন্য ভারতকে নানানভাবে ‘প্ররোচিত’ করেছে অজিরা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে অজি টেস্ট অধিনায়ক টিম পেইন চ্যালেঞ্জও দিয়েছিলেন। কোহলিও চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এবার মাঠে গড়ানোর অপেক্ষায় কাঙ্খিত ওই সিরিজ।
অস্ট্রেলিয়া সফরের আপডেট ছাড়াও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আগামী ১ জানুয়ারি থেকে দেশটির ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে বলেও নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট নিয়ে আমাদের বিস্তারিত আলাপ হয়েছে। আমরা ১ জানুয়ারি থেকে ঘরোয়া ক্রিকেট ফেরানোর কথা ভাবছি।’
এবারের ঘরোয়া আসর ছোট আকারে হবে কি-না এমন প্রশ্নে গাঙ্গুলি জানান, করোনার কারণে সব ঘরোয়া টুর্নামেন্ট আগের মতো করে আয়োজন সম্ভব নয়। তবে লাল বলের রঞ্জি ট্রফি পূর্বের মতোই পুরোটা হবে বলে উল্লেখ করেছেন সাবেক ভারতীয় ওপেনার গাঙ্গুলি। জানুয়ারি থেকে মার্চের মধ্যে রঞ্জি শেষ করতে চান তারা। এরপর মার্চ-এপ্রিলে শুরু করতে চান নারীদের ঘরোয়া ক্রিকেট ও জুনিয়র ক্রিকেট।
মন্তব্য করুন